Nora Fatehi Accident: কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে নোরা ফতেহি! অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মদ্যপ চালকের, কেমন আছেন নায়িকা? জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Nora Fatehi Accident: অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নোরা ফতেহির গাড়ি৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মুম্বইয়ে একটি কনসার্টে যোগ দিতে যাচ্ছিলেন নোরা৷
মুম্বই: অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নোরা ফতেহির গাড়ি৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মুম্বইয়ে একটি কনসার্টে যোগ দিতে যাচ্ছিলেন নোরা৷ রাস্তায় তাঁর গাড়িকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি৷ সূত্রের খবর, ধাক্কা দেওয়া গাড়ির চালক মদ্যপ ছিলেন৷ তড়িঘড়ি অভিনেত্রীকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
শনিবার মুম্বইয়ে ডেভিড গেটার সঙ্গে একটি কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল নোরার৷ সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথেই তাঁর সঙ্গে ঘটে দুর্ঘটনা৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নোরার গাড়িতে এক মদ্যপ চালকের গাড়ি এসে ধাক্কা মারে৷ দ্রুত অভিনেত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় তাঁর টিম৷
advertisement
advertisement
জানা গিয়েছে, দুর্ঘটনায় মাথায় সামান্য চোট লেগেছে নোরার৷ যদিও আঘাত খুব গুরুতর নয়৷ চিকিৎসকরা আঘাতের গুরুত্ব বুঝতে সিটি স্ক্যান করেছেন নায়িকার৷ তবে আভ্যন্তরিন কোনও চোট বা রক্তপাত হয়নি তাঁর৷ তবে কাজে যোগ দিতে অনড় ছিলেন নোরা৷ তাই মস্তিস্কের আঘাত নিয়েই সানবার্ন ২০২৫-এ শনিবার রাতে পৌঁছবেন তিনি৷ সংবাদমাধ্যমকে জানিয়েছে নোরার টিম৷ প্রসঙ্গত, কাজের দিক থেকেও নিজের ছক ভেঙেছেন নোরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2025 10:37 PM IST








