স্তন ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল, সোশ্যাল মিডিয়ায় লিখলেন আবেগঘন পোস্ট

Last Updated:

Chhavi Mittal: রবিবার সকালে আরও একটি পোস্ট করেন ছবি৷ লেখেন, 'আমি কাল থেকে অনেক চোখের জল ফেলেছি৷ কিন্তু তা কেবলই আনন্দাশ্রু৷ অনেক বিশেষণ পেয়েছি৷ মানুষকে প্রার্থনা করতে দেখেছি৷ আমি অনেক ভাগ্যবান৷ আমার অসুখ তাড়াতাড়ি ধরা পড়েছে৷ সাধারণ বুকের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম৷ তখনই জানতে পারি৷ তাই সবার উদ্দেশ্যে বলব কোনও হালকা লক্ষণকেও অবহেলা করবেন না৷'

Chhavi Mittal,
Photo: Instagram
Chhavi Mittal, Photo: Instagram
স্তন ক্যানসারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ছবি মিত্তল। সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার কথা জানালেন তিনি। ইনস্টাগ্রামে লিখলেন আবেগঘন পোস্ট৷ দিলেন বার্তা, যেই বার্তায় চোখ ভিজেছে অনুগামীদের৷
ছবি লেখেন, 'প্রিয় স্তনযুগল, এই পোস্ট তোমাদের জন্য। প্রথমবার তোমাদের দেখেছিলাম আমাকে আনন্দে ভরিয়ে তুলতে। নিজের বয়ঃসন্ধি উপভোগ করেছিলাম৷ তারপর তোমরা আমার দুই সন্তানের দুগ্ধপানের উৎস হয়ে ওঠ।  তোমাদের মধ্যে একজন ক্যানসারের সঙ্গে লড়াই করছে। এবার আমার উচিত তোমাদের পাশে দাঁড়ানো৷ এটা আমার জীবনে কোনও ভালো ঘটনা নয়। কিন্তু এটা আমার উদ্দীপনা বা উৎসাহ নষ্ট করতে পারবে না। এটা খুব একটা সহজ নয়। কিন্তু এটাকে বেশি শক্তও মনে করি না আমি। হয়তো আমি একই দেখতে থাকব না। কিন্তু এর জন্য আমার জীবনে কোনও পরিবর্তন হবে না। সমস্ত ব্রেস্ট ক্যানসার থেকে সেরে ওঠা মানুষদের ধন্যবাদ।তোমাদের দেখে আমি অনুপ্রেরণা পাই। পাশে থাকার জন্য সবাইতে ধন্যবাদ।'
advertisement
advertisement
রবিবার সকালে আরও একটি পোস্ট করেন ছবি৷ লেখেন, 'আমি কাল থেকে অনেক চোখের জল ফেলেছি৷ কিন্তু তা কেবলই আনন্দাশ্রু৷ অনেক বিশেষণ পেয়েছি৷ মানুষকে প্রার্থনা করতে দেখেছি৷ আমি অনেক ভাগ্যবান৷ আমার অসুখ তাড়াতাড়ি ধরা পড়েছে৷ সাধারণ বুকের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম৷ তখনই জানতে পারি৷ তাই সবার উদ্দেশ্যে বলব কোনও হালকা লক্ষণকেও অবহেলা করবেন না৷'
advertisement
আরও পড়ুন- নারকীয় হত্যা! ঝুলছে স্বামীর দেহ, বিছানায় গলার নলি কাটা অবস্থায় স্ত্রী ও তিন শিশু
তাঁকে ভরসা দিয়েছেন সহকর্মী পূজা গড়, করণ গ্রোভার, অর্জুন বিজলানি, মেঘনা নাইডু৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কমেডি শো এসআইটি৷ মানুষের মনকে চাঙ্গা রাখেন ছবি৷ শেয়ার করেন নিজের রোজকার যাপন, ফিটনেস ট্রিক৷ সন্তানের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত৷ সেই মানুষটার অসুখে মনভার তো হবেই৷ তবে তাঁর লড়াকু মনোভাব আবারও মুগ্ধ করল দর্শকদের৷
advertisement
'৩ বহুরানিয়া', 'ঘর কি লক্ষ্মী বেটিয়া', 'বন্দিনী', 'নাগিন'-এর মতো  বহু মেগা সিরিয়ালে নজর কেড়েছেন ছবি।   'এক বিবাহ... অ্যায়সা ভি'-তেও অভিনয় করেছেন তিনি। তাঁর সুস্থতা কামনা করছেন ভক্তরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্তন ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল, সোশ্যাল মিডিয়ায় লিখলেন আবেগঘন পোস্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement