সিনে-দুনিয়ায় বিরাট নক্ষত্রপতন...! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন প্রবাদপ্রতিম অভিনেতা, কেঁদে ভাসাচ্ছে বিনোদন দুনিয়া

Last Updated:

ট্যাক্সি ছবিতে টেরি মিলসের ভূমিকায় অভিনয় করেন তিনি। তিনি সিডনি জেমসের বিপরীতে অভিনয় করে বাজিমাত করে দিয়েছিলেন। অপেরা করোনেশন স্ট্রিটে নরম্যান ফিলিপস চরিত্রে অভিনয় দর্শক মনে রেখেছে আজও।

News18
News18
সিনে-দুনিয়ায় এক বিরাট নক্ষত্রপতন। প্রয়াত রে ব্রুকস। মিঃ বেন ও দ্য ন্যাক, হাউ টু গেট ইট, বিগ ডিল এবং ট্যাক্সিতে নিজের অবিস্মরণীয় ভূমিকার জন্য পরিচিত ছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৬। গত কয়েক বছর ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি। পাশাপাশি বয়সজনিত অসুস্থতা তো ছিলই।
১৯৩৯ সালের ২০ এপ্রিল যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন ব্রুকস। ৬০- দশকের গোড়ার দিকে চলচ্চিত্র এবং টেলিভিশনে নিজের যাত্রা শুরু করেন। ১৯৬০ সালে মিনিসিরিজ জুলিয়াস সিজার এবং দ্য সিক্রেট কিংডমে অভিনয় করে তাক লাগিয়ে দেন। ট্যাক্সি ছবিতে টেরি মিলসের ভূমিকায় অভিনয় করেন তিনি। তিনি সিডনি জেমসের বিপরীতে অভিনয় করে বাজিমাত করে দিয়েছিলেন। অপেরা করোনেশন স্ট্রিটে নরম্যান ফিলিপস চরিত্রে অভিনয় দর্শক মনে রেখেছে আজও।
advertisement
ব্রুকসের অন্যান্য অভিনয়ের কৃতিত্বের মধ্যে ছিল টু থাউজেন্ড একরস অফ স্কাই , গ্রোয়িং পেইন , দ্য পিকউইক পেপারস, ডেথ অফ অ্যান এক্সপার্ট উইটনেস, কিং রোলো, টু পিপল, জ্যাকানোরি, রুমস, পাথফাইন্ডারস, ব্ল্যাক অ্যান্ড ব্লু, আ থিংকিং ম্যান অ্যাজ হিরো , অরেঞ্জেস অ্যান্ড লেমনস , অ্যালিস’স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড, আইটিভি স্যাটারডে নাইট থিয়েটার , ডুমওয়াচ , জেড কারস , বয় মিটস গার্ল , দ্য অ্যাভেঞ্জার্স, ক্যাথি কাম হোম , পাবলিক আই , ইমার্জেন্সি-ওয়ার্ড ১০ , দ্য সুলাভান ব্রাদার্স এবং ওয়াল্টার অ্যান্ড কনি।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনে-দুনিয়ায় বিরাট নক্ষত্রপতন...! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন প্রবাদপ্রতিম অভিনেতা, কেঁদে ভাসাচ্ছে বিনোদন দুনিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement