Mohit Raina Marriage: চুপিসারে বিয়ে সারলেন মোহিত রায়না, দেখুন অন্দরের ছবি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শনিবার নিজের ইনস্টাগ্রামে স্ত্রী অদিতির সঙ্গে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মোহিত রায়না (Mohit Raina Marriage)।
#মুম্বই: টেলিভিশনে 'দেবো কে দেব মহাদেব' করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা মোহিত রায়না (Mohit Raina Marriage)। তার পর একের পর এক বলিউডের ছবি ও ডিজিটাল প্ল্যাটফর্মের কাজে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে ফেলতে সময় লাগেনি। সেই মোহিত রায়নাই (Mohit Raina Marriage) নতুন বছরের শুরুতে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরে ফেললেন। শনিবার নিজের ইনস্টাগ্রামে স্ত্রী অদিতির সঙ্গে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মোহিত (Mohit Raina Marriage)। বিয়েতে সাবেকি সাজেই দেখা গিয়েছে নবদম্পতিকে। মোহিত পরেছিলেন সাদা শেরওয়ানি এবং অদিতি পরেছিলেন প্রিন্টেড লেহেঙ্গা।
ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে মোহিত ক্যাপশনে লিখেছেন, 'ভালোবাসা কোনও সীমারেখা মানে না, সব বাধা পেরিয়ে যায়, বেড়া টপকে যায়, লক্ষ্যে পৌঁছনোর জন্য সব করে, অনেক আশার সঞ্চার করে। সেই আশা ও আমাদের বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে নতুন যাত্রা শুরু করছি। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদের প্রয়োজন।-- অদিতি ও মোহিত'। মোহিতের বিয়ের এমন সুন্দর ছবি দেখে স্বাভাবিক ভাবেই কমেন্টবক্সে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: প্লাস সাইজেও ফ্যাশনিস্তা বিদ্যা বালন, দেখুন নায়িকার হট লুক!
হিন্দি টেলিভিশন এবং সিনেমার জগতে জনপ্রিয় মুখ মোহিত রায়না। টেলিভিশনে দেবো কে দেব মহাদেব, বন্দিনী, গঙ্গা কি ধীজ, চেহরে, চক্রবর্তী অশোক সম্রাট করেছেন মোহিত। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে আদিত্য ধরের 'উরি দ্য সার্জিকাল স্ট্রাইক' ছবিতে ভিকি কৌশলের দাদার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
আরও পড়ুন: নতুন বছর নতুন জুটি! বলিউডের আগামী ছবিতে দারুণ সব চমক, দেখুন
গত বছর মুম্বই ডায়েরিজ ২৬/১১ করেছিলেন মোহিত রায়না। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন কঙ্কনা সেন শর্মা, ম্রুণময়ী দেশপান্ডে, নাতাশা ভরদ্বাজ ও সত্যজিৎ দুবে। এর পর রাধিকা মদন, সানি কৌশল ও ডায়না পেন্টির সঙ্গে শিদ্দত ছবিতেও অভিনয় করেছেন মোহিত।
Location :
First Published :
January 02, 2022 10:53 AM IST