বিমানবন্দরেই আটক, বিতর্কিত ট্য়ুইটের জেরে গ্রেফতার কেআরকে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
২০২০ সালের একটি ট্য়ুইট করেছিলেন কমল। তারই জেরে এই গ্রেফতার কিন্তু কোন ট্যুইটের জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা স্পষ্ট করে জানা যায়নি। কেবল এইটুকুই জানা গিয়েছে, ঋষি কাপুর এবং ইরফান খানকে কেন্দ্র করে লেখা পোস্ট।
#মুম্বই: গ্রেফতার অভিনেতা, পরিচালক, সমালোচক, প্রযোজক কমল আর খান ওরফে কেআরকে। মুম্বই বিমানবন্দরে আটক করা হল অভিনেতাকে। জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় তাঁকে। নেপথ্যে, ২০২০ সালের একটি ট্য়ুইট।
বলিউডের উপর বারবার আক্রমণ করে রোজ শিরোনামে থাকেন কমল। তাঁর সমালোচনামূলক ট্য়ুইটের জেরে অস্থির হয়ে ওঠেন বলি তারকারা।
২০২০ সালের একটি ট্য়ুইট করেছিলেন কমল। তারই জেরে এই গ্রেফতার কিন্তু কোন ট্যুইটের জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা স্পষ্ট করে জানা যায়নি। কেবল এইটুকুই জানা গিয়েছে, ঋষি কাপুর এবং ইরফান খানকে কেন্দ্র করে লেখা পোস্ট। ২০২০ সালেই অভিযোগ করেছিলেন যুব সেনা সদস্য রাহুল কানাল।
advertisement
advertisement
আজ, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বোরিভালি আদালতে পেশ করা হবে কমলকে। মামলা দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়।
সদ্যই বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করেও নিন্দার মুখে পড়েন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিরাটকে নিশানা করতে গিয়ে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে কটাক্ষ করেছিলেন কেআরকে। শুধু তাই নয়, বিরাটকে দলে নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কেআরকে।
advertisement
বিরাট নিজের মানসিক অবসাদের কথা বলার পর কেআরকে টুইট করে লিখেছিলেন, 'বিরাট কোহলি ভারতের প্রথম ক্রিকেটার যাঁর হতাশাগ্রস্থ হওয়ার সমস্যা রয়েছে। হিরোইনকে বিয়ে করার ফল। অনুষ্কা নিশ্চয়ই ওর মাথায় এই হতাশার ব্যাপারটা ঢুকিয়েছে। তবে প্রচুর সমালোচনার পর ওই টুইট ডিলিট করে দেন কেআরকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 9:35 AM IST