Gourab Chatterjee on Tarun Majumdar Death: 'তোমার হাত ধরেই বাংলা ছবিতে আসা, অনেক ধন্যবাদ,' তরুণ মজুমদারের মৃত্যু শোকে কাতর উত্তমকুমারের নাতি গৌরব

Last Updated:

এখন তিনি বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ৷ গাঁটছড়ার ঋদ্ধি ওরফে গৌরবের প্রথম কাজ তরুণ মজুমদারের সঙ্গে৷

#কলকাতা: প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার৷ তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের আরও একটি স্বর্ণযুগের অবসান হল৷ তাঁর হাত ধরে বাংলা ছবিতে পরিচিতি পেয়েছিলেন অসংখ্য নতুন মুখ৷ তরুণ মজুমদারের পরিচালনাতেই বাংলা চলচ্চিত্র দুনিয়ায় পরিচিত হন তাপস পাল, দেবশ্রী রায়, মহুয়া রায়চৌধুরীর মতো শিল্পীরা৷ সেই তালিকায় রয়েছেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ও৷ তরুণবাবুর কাছেই তাঁর অভিনয়ের হাতে খড়ি হয়৷ তরুণ মজুমদারের পরিচালনায় 'ভালবাসার অনেক নাম' ছবিতে প্রথম অভিনয় করেন গৌরব৷ তরুণবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ গৌরব৷
advertisement
গৌরব চট্টোপাধ্যায়, বাংলা ছবি এবং ধারাবাহিক জগতের জনপ্রিয় মুখ৷ উত্তম কুমারের নাতি হিসেবে নয়, নিজের যোগত্যা দিয়েই ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি৷ আর তাঁর পথ চলা শুরু হয় পরিচালক তরুণ মজুমদারের ছবি দিয়েই৷ তাই পরিচালকের মৃত্যুতে আবেগঘন পোস্ট করেছেন গৌরব৷ তিনি লিখছেন, "আমায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে আসার জন্য এবং শিক্ষকের মতো আগলে রাখার জন্য ধন্যবাদ৷ আমি আপনার কাছে চিরঋণী৷ আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব৷ আপনার আত্মার শান্তি কামনা করি৷"
advertisement
View this post on Instagram

A post shared by Gourab Chatterjee (@baruog)

advertisement
বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তরুণ মজুমদার। বিগত কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিচালক। সঙ্কটজনক হলেও স্থিতিশীল ছিল তাঁর শারীরিক অবস্থা। কিন্তু রবিবার হঠাৎই ফের শারীরিক অবনতি হয় তাঁর। হঠাৎ সেকেন্ডারি ইনফেকশন হয় বর্ষীয়ান পরিচালকের। বেশ কয়েকদিন লড়াই করার পরে সোমবার সকাল ১১.১৭ মিনিটে শেষ হয় সব লড়াই৷ উত্তম-সুচিত্রার চাওয়া পাওয়া দিয়ে শুরু চলচ্চিত্র পরিচালনা ৷ একের পর এক ছবিতেই তরুণ মজুমদার রেখেছেন ভাললাগার এক অন্য মাত্রা৷ শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা সহ আরও অসংখ্য ছবি মন ভরিয়েছে দর্শকদের ৷ জীবনের নানান চড়াই উতরাইয়ের সাক্ষী তরুণ মজুমদার ৷ পেয়েছেন পদ্মশ্রী সম্মান৷ চলচ্চিত্রের পাশাপাশি বঙ্কিম চন্দ্রের উপন্যাস দুর্গেশনন্দিনী ধারাবাহিককে সফলরূপে রূপদান করেছিলেন তরুণ মজুমদার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gourab Chatterjee on Tarun Majumdar Death: 'তোমার হাত ধরেই বাংলা ছবিতে আসা, অনেক ধন্যবাদ,' তরুণ মজুমদারের মৃত্যু শোকে কাতর উত্তমকুমারের নাতি গৌরব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement