Actor Burt Young: প্রয়াত বার্ট ইয়ং, অস্কার মনোনীত হওয়া প্রখ্যাত অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৮৩-তে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actor Burt Young: নিউ ইয়র্কের ক্যুইনে জন্ম এবং বড় হয়ে ওঠা। জাহাজে কাজ করতেন বার্ট। তার পর বক্সিংও করেছেন। তারপরই ধীরে ধীরে অভিনয় জগতে আসেন বার্ট।
লস অ্যাঞ্জেলস: প্রয়াত বার্ট ইয়ং। সিলভেস্টার স্ট্যালনের ‘রকি’-র ৬টি ছবিতে অভিনয় করার পর সুখ্যাতি অর্জন করেছিলেন তিনি। লস অ্যাঞ্জেলসে মৃত্যু হল ৮৩ বছরের অভিনেতার। তাঁর কন্যা অ্যানি মোরেয়া অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিউ ইয়র্কের ক্যুইনে জন্ম এবং বড় হয়ে ওঠা। জাহাজে কাজ করতেন বার্ট। তার পর বক্সিংও করেছেন। তারপরই ধীরে ধীরে অভিনয় জগতে আসেন বার্ট।
advertisement
‘রকি’-তে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বার্ট। ১৬০টি টেলিভিশন সিরিজ এবং ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘চায়নাটাউন’, ‘দ্য গ্যাম্বলার’, ‘কনভয়’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’র মতো একাধিক ছবিতে কাজ করে তুমুল প্রশংসা পেয়েছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 5:17 PM IST