Anant Ambani Wedding: অনন্ত রাধিকার বিয়েতে ভারতীয় কুর্তা-পাঞ্জাবীতে জন সিনা, মিডিয়ার সামনে করলেন তাঁর আইকনিক পোজ

Last Updated:

Actor and former WWE champion John Cena made a magnificent appearance: আজ সকাল থেকেই জিও কনভেনশনে বসেছিল চাঁদের হাট৷ সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ তাঁর পোশাকে ছিল সম্পূর্ণ ভারতীয় ছোঁয়া৷

ম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে ভারতীয় পোশাকে উপস্থিত ছিলেন জন সিনা৷ Photo: AP
ম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে ভারতীয় পোশাকে উপস্থিত ছিলেন জন সিনা৷ Photo: AP
মুম্বই: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ ভারতীয় পোশাকে মিডিয়ার সামনে উপস্থিত হন তিনি৷
শুক্রবার সকাল থেকেই আম্বানি পরিবারের বিয়ে উপলক্ষে মুম্বই বিমানবন্দর সকাল থেকেই ছিল তারকা খচিত৷ রাজকীয় এই বিয়ে উপলক্ষে আজ সকাল থেকেই জিও কনভেনশনে বসেছিল চাঁদের হাট৷ সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ তাঁর পোশাকে ছিল সম্পূর্ণ ভারতীয় ছোঁয়া৷
advertisement
advertisement
মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে তিনি পরেছিলেন সিলভার এমব্রয়ডরি করা একটা পাউডার নীল কুর্তা৷ সঙ্গে আছে সাদা পায়জামা৷ পায়ে ছিল বাদামি রঙের জুতো৷
advertisement
জিও কনভেনশনে তিনি স্বপ্রতিভভাবে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন৷ সকলের অনুরোধে মিডিয়ার সামনে তাঁর আইকনিক ‘Five Knuckle Shuffle’ সিগনেচার পোজটি করেন৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন বণিকের কন্যা রাধিকা বণিকের বিয়ে এই বছরের অন্যতম আলোচিত ঘটনা৷ শুক্রবার অ্যান্টিলিয়া নববধূ রাধিকাকে স্বাগত জানতে সুন্দরভাবে সেজে উঠেছে৷
advertisement
এই বিয়ে উপলক্ষে বিশ্বের সমস্ত বিখ্যাত লোকেরা উপস্থিত হয়েছেন মুম্বই শহরে৷ প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, রামচরণ, কিম কারদাশিয়ান, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন, এবং ‘স্যামসং’ এর চেয়ারম্যান জে ওয়াই লি সহ অতিথি তালিকায় আছে অনেক সুপরিচিত ও বিখ্যাত ব্যক্তিত্ব।
কিম কারদাশিয়ান ইনস্টাগ্রামে তাজ কোলাবাতে তাঁকে স্বাগত জানানোর ছবি পোস্ট করেন৷ যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে৷ বিয়েতে জন সিনার উপস্থিতি ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর ভালবাসা ও সম্মানের প্রমাণ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani Wedding: অনন্ত রাধিকার বিয়েতে ভারতীয় কুর্তা-পাঞ্জাবীতে জন সিনা, মিডিয়ার সামনে করলেন তাঁর আইকনিক পোজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement