Anant Ambani Wedding: অনন্ত রাধিকার বিয়েতে ভারতীয় কুর্তা-পাঞ্জাবীতে জন সিনা, মিডিয়ার সামনে করলেন তাঁর আইকনিক পোজ

Last Updated:

Actor and former WWE champion John Cena made a magnificent appearance: আজ সকাল থেকেই জিও কনভেনশনে বসেছিল চাঁদের হাট৷ সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ তাঁর পোশাকে ছিল সম্পূর্ণ ভারতীয় ছোঁয়া৷

ম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে ভারতীয় পোশাকে উপস্থিত ছিলেন জন সিনা৷ Photo: AP
ম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে ভারতীয় পোশাকে উপস্থিত ছিলেন জন সিনা৷ Photo: AP
মুম্বই: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ ভারতীয় পোশাকে মিডিয়ার সামনে উপস্থিত হন তিনি৷
শুক্রবার সকাল থেকেই আম্বানি পরিবারের বিয়ে উপলক্ষে মুম্বই বিমানবন্দর সকাল থেকেই ছিল তারকা খচিত৷ রাজকীয় এই বিয়ে উপলক্ষে আজ সকাল থেকেই জিও কনভেনশনে বসেছিল চাঁদের হাট৷ সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ তাঁর পোশাকে ছিল সম্পূর্ণ ভারতীয় ছোঁয়া৷
advertisement
advertisement
মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে তিনি পরেছিলেন সিলভার এমব্রয়ডরি করা একটা পাউডার নীল কুর্তা৷ সঙ্গে আছে সাদা পায়জামা৷ পায়ে ছিল বাদামি রঙের জুতো৷
advertisement
জিও কনভেনশনে তিনি স্বপ্রতিভভাবে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন৷ সকলের অনুরোধে মিডিয়ার সামনে তাঁর আইকনিক ‘Five Knuckle Shuffle’ সিগনেচার পোজটি করেন৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন বণিকের কন্যা রাধিকা বণিকের বিয়ে এই বছরের অন্যতম আলোচিত ঘটনা৷ শুক্রবার অ্যান্টিলিয়া নববধূ রাধিকাকে স্বাগত জানতে সুন্দরভাবে সেজে উঠেছে৷
advertisement
এই বিয়ে উপলক্ষে বিশ্বের সমস্ত বিখ্যাত লোকেরা উপস্থিত হয়েছেন মুম্বই শহরে৷ প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, রামচরণ, কিম কারদাশিয়ান, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন, এবং ‘স্যামসং’ এর চেয়ারম্যান জে ওয়াই লি সহ অতিথি তালিকায় আছে অনেক সুপরিচিত ও বিখ্যাত ব্যক্তিত্ব।
কিম কারদাশিয়ান ইনস্টাগ্রামে তাজ কোলাবাতে তাঁকে স্বাগত জানানোর ছবি পোস্ট করেন৷ যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে৷ বিয়েতে জন সিনার উপস্থিতি ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর ভালবাসা ও সম্মানের প্রমাণ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani Wedding: অনন্ত রাধিকার বিয়েতে ভারতীয় কুর্তা-পাঞ্জাবীতে জন সিনা, মিডিয়ার সামনে করলেন তাঁর আইকনিক পোজ
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement