রক্তের ক্যানসারে আক্রান্ত সায়নের বোন, ৫০ লক্ষাধিক খরচ, সাহায্যের আর্তি অভিনেতার

Last Updated:

সায়ন জানালেন, গত এক মাস ধরে ২৫ বছরের বোন এই রোগে ভুগছেন। ১২টি কেমোথেরাপির পরে তাঁর শরীরে এখন রোগপ্রতিরোধ ক্ষমতা বলে কিছুই যেন নেই। তার উপরে রক্তে আবার জটিল আর একটি সংক্রমণ দেখা দিয়েছে।

#কলকাতা: রক্তের ক্যানসারে আক্রান্ত সায়ন ঘোষের বোন। অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া (এএমএল, Acute myeloid leukemia)-র মতো জটিল রোগ দানা বেঁধেছে। 'বিরহী'র নায়ক ফেসবুকে পোস্ট দিয়ে অর্থসাহায্য এবং রক্তদানের জন্য অনুরোধ জানালেন পিসতুতো বোনের জন্য।
অভিনেতা এবং প্রাক্তন রেডিও জকি তাঁর পোস্টে লিখলেন, 'আমার বোন চন্দ্রসেনা কোনার চক্রবর্তী বিগত একমাস ধরে ব্লাড ক্যান্সারে ভুগছে। ডাক্তারের কথা অনুযায়ী ওর চিকিৎসা ও বোনম্যারো (অস্থিমজ্জা) ট্রান্সপ্লান্টের জন্য ৫০ লাখের বেশি টাকার প্রয়োজন আর প্রয়োজন প্রচুর O positive ব্লাড ডোনার। আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই খারাপ সময়ে কিছু আর্থিক সাহায্য করুন এবং রক্তদানে ইচ্ছুক O positive রক্তদাতারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি যদি আপনাদের কিছুটা আনন্দ দিয়ে থাকি আশা করি আমার এই দুঃখের সময়ে আপনারা আমার পাশে থাকবেন।'
advertisement
advertisement
পোস্টের নীচে অনলাইন পেমেন্টের জন্য দু'টি লিঙ্কও রেখেছেন। নিজের ফেসবুক স্টোরিতে বোনের একটি ছবি-সহ সাহায্যের আর্জি জানিয়েছেন সায়ন।
advertisement
নিউজ18 বাংলাকে সায়ন জানালেন, গত এক মাস ধরে ২৫ বছরের বোন এই রোগে ভুগছেন। ১২টি কেমোথেরাপির পরে তাঁর শরীরে এখন রোগপ্রতিরোধ ক্ষমতা বলে কিছুই যেন নেই। তার উপরে রক্তে আবার জটিল আর একটি সংক্রমণ দেখা দিয়েছে। আর সেই সব চিকিৎসার খরচ প্রায় আকাশছোঁয়া। প্রথমে পরিবার ভেবেছিল, মেয়ের চিকিৎসার খরচ বহন করে নেবে। কিন্তু ধীরে ধীরে ৫০ লক্ষেরও বেশি টাকা লাগবে শুনে ক্রাউন্ড ফান্ডিংয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তাঁরা। আর তাই কাতর আবেদন অসহায় দাদার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রক্তের ক্যানসারে আক্রান্ত সায়নের বোন, ৫০ লক্ষাধিক খরচ, সাহায্যের আর্তি অভিনেতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement