Actor Adrit Roy pays tribute to KK: KK-কে স্মরণ,স্টেজে গান গাইলেন মিঠাইয়ের সিড ওরফে আদৃত, শুনুন

Last Updated:

কেকে-র গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানান পোস্টার বয়জের সদস্যরা৷

#কলকাতা: প্রয়াত জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথকে (KrishnaKumar Kunnath) স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন হল তাঁরই গানের মাধ্যমে৷ গান গাইলেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)৷ মিঠাই ধারাবাহিকের সিড হিসেবে যিনি যথেষ্ঠ পরিচিত৷ অভিনয়ের পাশাপাশি গানের শখ রয়েছে আদৃতের৷ তিনি রীতিমতো রেওয়াজ করেন৷ তাঁর নিজস্ব গানের ব্যান্ড রয়েছে৷ নাম পোস্টার বয়জ৷ কেকে-র গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানান পোস্টার বয়জের সদস্যরা৷ অনুষ্ঠানটি হয় নিউ টাউনের নজরুলতীর্থে৷ এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাই পরিবারের প্রায় সকলেই৷
advertisement
advertisement
advertisement
অভিনেতা আদৃতের গলায় গান প্রায় শোনা যায় মিঠাই ধারাবাহিকে৷ গান আদৃতের নেশা৷ অনেক ছোট থেকেই তিনি গান গাইতে পছন্দ করতেন৷ আপাতত অভিনয়ের পাশাপাশি গানকেও সমান অগ্রাধিকার দেন আদৃত৷ মিঠাই সিরিয়ালের জন্য তাঁর জনপ্রিয়তার শিখরে রয়েছেন তিনি৷ মিঠাইয়ের উচ্ছেবাবুকে পছন্দ করেন না, এমন দর্শক কমই রয়েছে৷ ধারাবাহিকের মতো সিড-মিঠাইয়ের জুটিও সুপারহিট৷ এবার সিদ্ধার্থ ওরফে আদৃত গান গেয়ে মাতিয়ে দিলেন৷ তাঁর গলায় কেকে-র গানগুলি ছিল খুব মানানসই৷ দর্শকাসনে বসে সকলেই খুব উপভোগ করলেন এবং আরও একবার স্মরণ করলেন প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-কে৷
advertisement
কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করে হোটেলের রুমে ফিরে অসুস্থ বোধ করেন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ৷ হাসপাতলে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা৷ কলকাতায় এসে কেকে-র মৃত্যু, অনুষ্ঠান স্থলের নানা গাফিলতির অভিযোগ ওঠে৷ শোকগ্রস্থ হয় গোটা সঙ্গীত জগত৷ কিছুতেই যেন কেক-র মৃত্যুর সংবাদ মেনে নিতে পারেননি কেউ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Adrit Roy pays tribute to KK: KK-কে স্মরণ,স্টেজে গান গাইলেন মিঠাইয়ের সিড ওরফে আদৃত, শুনুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement