Actor Adrit Roy pays tribute to KK: KK-কে স্মরণ,স্টেজে গান গাইলেন মিঠাইয়ের সিড ওরফে আদৃত, শুনুন

Last Updated:

কেকে-র গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানান পোস্টার বয়জের সদস্যরা৷

#কলকাতা: প্রয়াত জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথকে (KrishnaKumar Kunnath) স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন হল তাঁরই গানের মাধ্যমে৷ গান গাইলেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)৷ মিঠাই ধারাবাহিকের সিড হিসেবে যিনি যথেষ্ঠ পরিচিত৷ অভিনয়ের পাশাপাশি গানের শখ রয়েছে আদৃতের৷ তিনি রীতিমতো রেওয়াজ করেন৷ তাঁর নিজস্ব গানের ব্যান্ড রয়েছে৷ নাম পোস্টার বয়জ৷ কেকে-র গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানান পোস্টার বয়জের সদস্যরা৷ অনুষ্ঠানটি হয় নিউ টাউনের নজরুলতীর্থে৷ এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাই পরিবারের প্রায় সকলেই৷
advertisement
advertisement
advertisement
অভিনেতা আদৃতের গলায় গান প্রায় শোনা যায় মিঠাই ধারাবাহিকে৷ গান আদৃতের নেশা৷ অনেক ছোট থেকেই তিনি গান গাইতে পছন্দ করতেন৷ আপাতত অভিনয়ের পাশাপাশি গানকেও সমান অগ্রাধিকার দেন আদৃত৷ মিঠাই সিরিয়ালের জন্য তাঁর জনপ্রিয়তার শিখরে রয়েছেন তিনি৷ মিঠাইয়ের উচ্ছেবাবুকে পছন্দ করেন না, এমন দর্শক কমই রয়েছে৷ ধারাবাহিকের মতো সিড-মিঠাইয়ের জুটিও সুপারহিট৷ এবার সিদ্ধার্থ ওরফে আদৃত গান গেয়ে মাতিয়ে দিলেন৷ তাঁর গলায় কেকে-র গানগুলি ছিল খুব মানানসই৷ দর্শকাসনে বসে সকলেই খুব উপভোগ করলেন এবং আরও একবার স্মরণ করলেন প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-কে৷
advertisement
কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করে হোটেলের রুমে ফিরে অসুস্থ বোধ করেন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ৷ হাসপাতলে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা৷ কলকাতায় এসে কেকে-র মৃত্যু, অনুষ্ঠান স্থলের নানা গাফিলতির অভিযোগ ওঠে৷ শোকগ্রস্থ হয় গোটা সঙ্গীত জগত৷ কিছুতেই যেন কেক-র মৃত্যুর সংবাদ মেনে নিতে পারেননি কেউ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Adrit Roy pays tribute to KK: KK-কে স্মরণ,স্টেজে গান গাইলেন মিঠাইয়ের সিড ওরফে আদৃত, শুনুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement