থিয়েটারে ডেবিউ করছেন আবির চট্টোপাধ্যায়
Last Updated:
#কলকাতা: থিয়েটারে ডেবিউ করতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। বাবা ফাল্গুনি চট্টোপাধ্যায় ও মা রুমকি চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘ছু মন্তর’নাটকে দেখা যাবে তাঁকে। তবে একটি ড্রিম সিক্যুয়েন্স-এ অভিনয় করবেন আবির। বিষয়টা একটু বিস্তরে জেনে নেওয়া যাক।
বাবা-মা থিয়েটার অভিনেতা। ছেলেবেলা মোটামুটি কেটেছে অ্যাকাডেমি, নন্দন চত্বরে। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিলেন তিনি। তবে ছোট পর্দা। তারপর হলেন মাল্টিপ্রেক্স স্টার। মঞ্চে সে ভাবে আসা হল না। আবির চট্টোপাধ্যায়। অভিনয় জীবনের বেশ কয়েকটা সিঁড়ি পার করে মঞ্চে পা রাখতে চলেছেন আবির। লোককৃষ্টি-র আগমী নাটকে বিশেষ ভাবে দেখা যাবে আবিরকে।
advertisement
আবিরএখন স্টার। হাতে প্রচুর ছবি। রোজ-রোজ মহরা দেওয়া বা প্রতিটা শো-এ অভিনয়ও বা করবেন কী করে? জটিল ব্যাপারটা। নাটকে অভিনয় করছেন বটে তবে ব্যাপারটা সিনেমার মতো। আবির একটি ড্রিম সিক্যুয়েন্স-এ অভিনয় করছেন। যেটা ক্যামেরা বন্দি করা হবে। তাই প্রতি শো-এ থাকতে হবে না তাঁকে।
advertisement
বাবা-মা ছোট থেকে চাইতেন, ছেলে থিয়েটারের স্বাদ উপভোগ করুক। এতদিনে সেই ইচ্ছে পূর্ণ হতে চলেছে। মঞ্চে আবিরের ডেবিউ নিয়ে বেশ একসাইটেড রুমকি ও ফাল্গুনি চট্টোপাধ্যায় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2018 9:01 PM IST