Abir Chatterjee: গঙ্গাবক্ষে 'মিসাইল উৎসব'! ক্রুজে নয়া অবতারে আবির, মুক্তি পেল নতুন ছবির গান
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Abir Chatterjee: মাঝগঙ্গায় ক্রুজে রিলিজ হল টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের নতুন ছবির গান৷
শীতের আমেজ পড়তেই উৎসবের মরশুম শুরু৷ মাঝগঙ্গায় এমন এক
উৎসব আগে এর আগে কখনও হয়নি৷ মাঝগঙ্গায় ক্রুজে রিলিজ হল টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের নতুন ছবির গান৷ দেবালয় চট্টোপাধ্যায় পরিচালিত হইচই স্টুডিয়োর প্রথম ছবি ‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’-র গান রিলিজ হল মাঝগঙ্গায়৷
এবার গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আবার নতুন অবতারে পর্দায় ঝড় তুলতে আসছেন অভিনেতা৷ এক সময়ে বাংলার কিশোরদের মনে ঝড় তুলেছিলেন স্বপনকুমার৷ তাঁর সৃষ্ট গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের গল্পে বুঁদ ছিল একাধিক প্রজন্ম। এবার সেই বিখ্যাত চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
‘মিসাইল উৎসব’ গানটির গায়ক ঋষি পান্ডা, সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চট্টোপাধ্যায় এবং গানের কথা লিখেছেন দেবালয় ভট্টাচার্য। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং শ্রুতি দাস, যাদেরকে দীপক চট্টোপাধ্যায় এবং তাশির চরিত্রে দেখা যাবে৷
advertisement
নতুন প্রজন্মের মধ্যে ‘মিসাইল উৎসব’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। গোয়েন্দা হয়েও যেনএকটু বেশি রকমের রোমান্টিক হিরো আবির চট্টোপাধ্যায়। ব্যোমকেশ বা ফেলুদার থেকে অনেকটাই আলাদা ধরনের গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়, জানিয়েছেন পরিচালক৷ ছবিটি আগামী বছর ১২ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 1:27 PM IST