Abir Mimi Viral Video: 'মিমি, যাকে হজম করতে জানতে হবে, নয়তো গোলমাল'! এ কী বললেন আবীর? ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

Last Updated:

Abir Mimi Viral Video: শিবপ্রসাদ ও নন্দিতার আপকামিং ছবি 'রক্তবীজ'- মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। প্রথমবার জুটি বেধেই মিমিকে নিয়ে মুখ খুললেন আবীর৷ ভিডিও ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷

এ কী বললেন আবীর?
এ কী বললেন আবীর?
কলকাতা: টলিউড অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন জানতে সর্বদাই আগ্রহী ভক্তরা৷ তাই নিজেদের নিয়ে একটু বেশিই সাবধানী সকলে৷ সেই তালিকায় রয়েছেন সকলের প্রিয় ব্যোমকেশ৷ তবে এবার নিজের গন্ডির বাইরে গিয়ে পুরো অন্যভাবে নিজেকে মেলে ধরলেন অভিনেতা৷ সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পুরো অন্যভাবে নিজেকে মেলে ধরেছেন আবীর চট্টোপাধ্যায়৷
শিবপ্রসাদ ও নন্দিতার আপকামিং ছবি ‘রক্তবীজ’- মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ’ ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷ এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। প্রথমবার জুটি বেধেই মিমিকে নিয়ে মুখ খুললেন আবীর৷ ভিডিও ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশমেজাজে আড্ডার সময় ছবির অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন খাবারের সঙ্গে তুলনা করেন৷ তখনই মিমিকে নিয়ে মন্তব্য করেন আবীর৷ অভিনেতা বলেন, ,মিমি হচ্ছে অনেকটা পোলাও আর খাশির মাংস,একটা রেওয়াজি ব্যাপার আছে, কিন্তু হজম করতে জানতে হবে, নয়তো গোলমাল আছে৷ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও রেজালার সঙ্গে তুলনা করেন আবীরকে৷
advertisement
অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও দার্জিলিং চায়ের আভিজাত্যের সঙ্গে তুলনা করেন৷ তেমনই আবার ছবির পরিচালক নন্দিতাকে কড়া পাকের সন্দেশের সঙ্গে তুলনা করেন৷ পুরো ভিডিওটি মজার ছলে করা হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে৷ খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। তবে এবার একটু চেনা ছক ভেঙে থ্রিলার ঘরানার ছবি ভক্তদের উপহার দিতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন৷ আপাতত মুক্তির দিন গুনছেন সিনেপ্রেমীরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abir Mimi Viral Video: 'মিমি, যাকে হজম করতে জানতে হবে, নয়তো গোলমাল'! এ কী বললেন আবীর? ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement