Abhishek & Aishwarya: অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙছেই? আটকানো গেল না ডিভোর্স? জল্পনার জলঘোলা জুনিয়র বি-র কথায়
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Abhishek & Aishwarya: সম্প্রতি বলেছেন নায়ক, কেন তিনি এত দিন এই সব গুজব নিয়ে মুখ খোলেননি এবং এখনই বা কেন মুখর হওয়ার প্রয়োজন হল!
মুম্বই : গুজব সে-ই কবে থেকে চলছে, ভাবলেও শিউরে উঠতে হয়! বোধহয় তা শুরু হয়ে গিয়েছিল বিয়ের মণ্ডপ থেকেই- ভাঙবে, ভাঙবে, ঐশ্বর্য রাই বচ্চন আর অভিষেক বচ্চনের বিয়ে ভাঙবেই! বাস্তবে তা হয়নি। নিন্দুকের মুখে ছাই দিয়ে দিব্যি সুখে সংসার করে চলেছেন দম্পতি মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে। তার পরেও কোনও কোনও ঘটনার জের টেনে, ছুতোয়-নাতায় তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলতেই থাকে! ভাল ব্যাপার এই যে এত দিনে এসে নীরবতা ভেঙেছেন অভিষেক, বলছেন কাউকে নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে দেওয়াটা এখন সোশ্যাল মিডিয়ার নতুন ট্রোল করার ট্রেন্ড!
কথাটা মিথ্যাও নয়। বিখ্যাত বাবার সঙ্গে তুলনা টেনে আকছার ট্রোল করা হয় তাঁকে সোশ্যাল মিডিয়ায়। সংবাদমাধ্যমকে সম্প্রতি বলেছেন নায়ক, কেন তিনি এত দিন এই সব গুজব নিয়ে মুখ খোলেননি এবং এখনই বা কেন মুখর হওয়ার প্রয়োজন হল! “আগে আমায় এই সব খুব একটা প্রভাবিত করত না। কিন্তু এখন তো আমার একটা পরিবার আছে! বিষয়টা খুব হতাশাজনক। আমি যদি কোনও জবাবদিহি করিও, লোকে সঙ্গে সঙ্গে সেই বক্তব্য উল্টে দেবে। কেন না, নেতিবাচক খবর বিক্রি হয়”, বলছেন অভিষেক।
advertisement
“যারা এই ধরনের নেতিবাচক খবর ছড়ায়, তারা এটা বোঝে না যে দিনের শেষে বিবেক নিয়েই বাঁচতে হবে। তাদের নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে হবে এবং কৃতকর্মের জন্য ঈশ্বরের কাছে জবাবদিহিও করতে হবে। তবে, এটা তো শুধু আমায় নিয়েই হয় না। আমি প্রভাবিত হই না কারণ আমি এই জায়গাটা কীরকম তা জানি। কিন্তু, এখানে পরিবারকেও টেনে আনা হচ্ছে। ব্যাপারটা ঠিক কী, তা বোঝানোর জন্য একটা ঘটনার কথা বলি”, ব্যাখ্যা করেছেন নায়ক।
advertisement
advertisement
আরও পড়ুন : অঙ্কস্যার আর পপিন্স পাশে থাকলে ঘোতনের মতো টাট্টুঘোড়াও উড়ে যেতে পারে পক্ষীরাজ হয়ে! মাক্কালী!
অভিষেক বলেছেন যে একদা তাঁর এক সোশ্যাল মিডিয়া পোস্টে এক ইউজার কুমন্তব্য করেন। সেটা দেখে উত্তেজিত হয়ে তাঁর বন্ধু সিকন্দর খের সঙ্গে সঙ্গে বচ্চনের বাড়ির ঠিকানা পোস্ট করে ওই ইউজারকে নায়কের সঙ্গে দেখা করে তাঁর মুখের উপরে কথাটা বলার চ্যালেঞ্জ করেন!
advertisement
“আমিও তাই বলি, ইন্টারনেটে কেন, আমার সামনে এসে যা বলার বলুন! এদের কোনও দিনই সেটা করার সাহস থাকে না। সামনাসামনি এসে বলতে পারলে বুঝব যে তার বক্তব্যে যুক্তি আছে, সেটাকে আমি সম্মানই করব”, সাফ বলছেন অভিষেক।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 9:07 PM IST