Aashiqui 3: আশিকি ৩-তে কার্তিকের সঙ্গে রোম্যান্স করবেন তৃপ্তি, দর্শক তৃপ্ত হবে কি?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Aashiqui 3: ‘ন্যাশনাল ক্রাশ’, ভাবি ২! ‘অ্যানিম্যাল’ হিট করার পরেই নতুন করে লাইমলাইটে অভিনেত্রী তৃপ্তি দিমরি।
কলকাতা: বছর শেষে বিরাট চমক। বেশ কিছুদিন আগে থেকেই চর্চা চলছিল অনুরাগ বসুর ছবি ‘আশিকি ৩’ নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউডের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর কার্তিক আরিয়ান, এ কথা আগে থেকেই সকলে জানেন। তবে এবার আরও বড় চমক হল কার্তিক রোম্যান্স করার জন্য নায়িকা হিসেবে পাবেন তৃপ্তি দিমরিকে।
‘ন্যাশনাল ক্রাশ’, ভাবি ২! ‘অ্যানিম্যাল’ হিট করার পরেই নতুন করে লাইমলাইটে অভিনেত্রী তৃপ্তি দিমরি। দুরন্ত অভিনয় করা সত্ত্বেও ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’ যে জনপ্রিয়তা দিতে পারেনি, অ্যানিম্যালই সেই জনপ্রিয়তা দিয়েছে রাতারাতি। ইনস্টাগ্রামের ফলোয়ার বেড়েছে তিনগুণ। একের পর এক বিজ্ঞাপন ও ছবির অফার ঝুলিতে।
আরও পড়ুন: সস্তার বৌ শাক আসলে খুবই দামি, রোজ খেলে স্থায়ী হবে যৌবন-জৌলুস! খেয়েছেন? জানুন
চারিদিকে কথা হচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে। রণবীর কাপুরের অভিনয়, ছবির প্লট, পরিচালকের চিন্তাভাবনা নিয়ে বিতর্কের মাঝে একমুঠো ঠান্ডা বাতাস তৃপ্তি দিমরি। রণবীরের সঙ্গে নগ্ন-সাহসী দৃশ্য থেকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে অ্যানিমাল ছবিতে আলাদা করে নজর কেড়েছেন তিনি। নায়িকার জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। সকলেই খুঁজছেন তিনি কে?
advertisement
advertisement
advertisement
১৯৯০ সালে মুক্তি পায় আশিকি ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সে সময় ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নব্বইয়ের সেই আশিকি ছবির গান আজও সুপারহিট। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়ে ২০১৩ সালে মুক্তি পায় আশিকি টু। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের প্রেম দেখেছিলেন দর্শক। এবার আশিকি ৩ করবেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 8:55 PM IST