সব রেডি, কৃষ্ণ হচ্ছেন আমির খান !
Last Updated:
গোটা বলিউড জানেন আমির খান ছবি বাছাই করার সময়, কতটা সিলেকটিভ ৷ তাই তো বছরে একটার বেশি ছবিতে অভিনয় করেন না আমির ৷
#মুম্বই: গোটা বলিউড জানেন আমির খান ছবি বাছাই করার সময়, কতটা সিলেকটিভ ৷ তাই তো বছরে একটার বেশি ছবিতে অভিনয় করেন না আমির ৷
তবে খবরটা হল, আমির খান এবার অভিনয় করতে চাইছেন মহাভারতে ৷ তাও আবার এমনি সেমনি কোনও চরিত্র নয়, একেবারে কৃষ্ণ ভগবানের চরিত্রে দেখা যাবে আমির খানকে ! ‘দঙ্গল’ ছবির প্রোমোশনে কফি উইথ করণে এসে আমির এরকমই কথা জানিয়েছিলেন ৷ তবে এবার আর গুঞ্জন নয়, সব রেডি ? নিজেই দায়িত্ব নিয়েছেন মহাভারতকে সিরিজ হিসেবে নিয়ে আসতে ৷ যা পরিচালনা করবেন অদ্ভেত চন্দন
advertisement
আপাতত ‘ঠগ অফ হিন্দুস্থান’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন আমির ৷ আর তা শেষ হলেই শুরু করবেন মহাভারতের কাজ৷
advertisement
আমির খান জানিয়েছেন, ‘মহাভারত আমার প্রিয় একটি মহাকাব্য ৷ আর এই মহাকাব্যে কৃষ্ণের চরিত্র খুবই গুরুত্বপূর্ণ ৷ আমার খুবই ভালো লাগবে রাজা মৌলির মহাভারতে কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে ৷ ’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2017 7:42 PM IST