প্রেমিক নূপুরের বাগদত্তা ইরা, মেয়ের এনগেজমেন্ট উপলক্ষে জমকালো পার্টি আমির খানের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Aamir Khan's daughter Ira Khan's engagement party: এনগেজমেন্ট পার্টির ছবি ও ভিডিও এখন ইন্টারনেটে চর্চিত
মুম্বই : বলিউডে নূপুর শিখরের সঙ্গে আমিরকন্যা ইরার প্রেম কয়েক বছর ধরেই গুঞ্জন৷ গত মাসে এক সাইক্লিং ইভেন্টে নূপুর হাঁটু মুড়ে প্রোপোজ করেন ইরাকে৷ শুক্রবার এক জমকালো পার্টিতে এনগেজড হলেন প্রেমিক যুগল৷
চাঁদের হাট বসাতে পার্টিতে হাজির ছিলেন টিনসেল টাউনের এক ঝাঁক তারকা৷ আমিরের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও, ভাগ্নে ইমরান খান, অভিনেত্রী ফতিমা সানা শেখ এবং পরিচালক আশুতোষ গোয়ারিকরও ছিলেন অতিথি অভ্যাগতদের মধ্যে৷ এনগেজমেন্ট পার্টির ছবি ও ভিডিও এখন ইন্টারনেটে চর্চিত৷
এই বিশেষ দিনে ইরার পরনে ছিল স্ট্র্যাপলেস গাউন৷ সাজের সঙ্গত করেছিল কেতাদুরস্ত কেশবিন্যাস এবং বাহারি নেকপিস৷ নজর কেড়ে নিয়েছে ইরার পায়ের লেসের সাদা জুতোও৷ তাঁর বাগদত্ত নূপুরও সেজেছিলেন পশ্চিমী ঘরানায়৷
advertisement
advertisement
আরও পড়ুন : অজয় নয়, প্রথমে অন্য এক নায়কের প্রেমে পড়েছিলেন কাজল, জানেন তিনি কে
হবু শ্বশুর আমিরের পরেছিলেন সাদা কুর্তা৷ গত মাসে নূপুরের সাইক্লিং ইভেন্টে হাজির ছিলেন ইরা৷ সেখানেই সকলের সামনে রীতি মেনে তাঁকে প্রোপোজ করেন নূপুর৷ রোম্যান্টিক সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন ইরা৷
advertisement
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের সম্পর্ককে শিলমোহর দেন ইরা৷ ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ উদযাপনের সময় প্রমিস ডে উপলক্ষে ইনস্টাগ্রামে তিনি জানান নূপুরের সঙ্গে তাঁর প্রেমপর্ব৷ তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বলা চলে খুল্লম খুল্লা প্রেম করেছেন তাঁরা৷ নিজেদের ছবির পাশাপাশি শেয়ার করেছেন পরিবারের সদস্যদের ছবিও৷
Aamir Khan's daughter Ira gets engaged to BF Nupur Shikhare. See pics Aamir Khans daughter Ira gets engaged to BF Nupur Shikhare See pics https://t.co/meMVLYzvvR pic.twitter.com/tWpITvryUX
— JOB MELA (@alokbha59102427) November 18, 2022
advertisement
কখনও নূপুরের মায়ের সঙ্গে ছবি তুলেছেন ইরা৷ কোথাও আবার নূপুর যোগ দিয়েছেন ইরার পারিবারিক অনুষ্ঠানে৷ যেখানে তাঁদের সঙ্গে দেখা গিয়েছে আমির, কিরণ এবং ইরার মা তথা আমিরের প্রথম স্ত্রী রীনাকেও৷ কিছু দিন আগে ইরার জন্মদিনে তাঁদের ছবি ছিল নেটিজেনদের আলোচনার শীর্ষে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 8:10 AM IST