লম্বা দাড়ি, মাথায় টুপি ! হিমাচলে কী করছেন আমির ?

Last Updated:

লুক চেঞ্জের ব্যাপারে বরাবরই আমির খান অন্যান্য বলিউড অভিনেতার থেকে অনেকটা এগিয়ে ৷

#মুম্বই: লুক চেঞ্জের ব্যাপারে বরাবরই আমির খান অন্যান্য বলিউড অভিনেতার থেকে অনেকটা এগিয়ে ৷ যে কোনও চ্যালেঞ্জে সবার আগে যিনি এগিয়ে আসেন তিনিই আমির খান৷
এবারও হল তাই ৷ নিজের নতুন ছবি ‘লাল সিং চড্ডা’র লুক নিয়ে একের পর এক এক্সপেরিমেন্টে ব্যস্ত আমির ৷ কখনও মাথায় পাগড়ি লাগিয়ে, তো কখনও দাঁড়ি লাগিয়ে, কলকাতা থেকে মুম্বই, দিল্লি থেকে জয়পুর, দেশের নানা শহরে তিনি দৌঁড়ে বেড়াচ্ছেন ছবির চরিত্র হয়ে ৷ আর এবার একেবারে নতুন লুকে ধরা দিলেন আমির ৷ তবে শহরে নয়, বরং হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি পরে নজর কাড়লেন আমির খান ৷
advertisement
amir
advertisement
ইতিমধ্যেই আমিরের এই ছবি ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে হিমাচল প্রদেশের মানুষজনের সঙ্গে সেলফিতে রয়েছেন আমির ৷
amir 2
আমিরের ‘লাল সিং চড্ডা’ ছবিটি টম হ্যাঙ্কসের জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম’ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ৷ ইতিমধ্যেই ছবির ষোলোয়ানা শ্যুটিং শেষ ৷ কিছু মাস আগে কলকাতাতেও এই ছবির শ্যুটিংয়ে এসেছিলেন আমির খান ৷ হাওড়া ব্রিজ ও উত্তর কলকাতার বেশ কিছু জায়গাতে আমিরকে শ্যুটিং করতে দেখা গিয়েছিল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
লম্বা দাড়ি, মাথায় টুপি ! হিমাচলে কী করছেন আমির ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement