Aamir Khan New Film: নতুন ছবির ঘোষণা আমির খানের, তারে-র পর এবার 'সিতারে জমিন পর'! নায়িকা জেনেলিয়া

Last Updated:

Aamir Khan New Film: হিট তারে জমিন পর-এর পর ফের এবার সিতারে জমিন পর নিয়ে পর্দায় ফিরছেন আমির খান।

আমির খান
আমির খান
কলকাতা: কয়েক মাস পরেই মেয়ে ইরা খানের বিয়ে। তার আগেই নতুন ছবির ঘোষণা করলেন আমির খান। ছবির নাম ‘সিতারে জমিন পর’। নিজে অভিনয় করবেন, তাঁর বিপরীতে ১৬ বছর পর স্ক্রিনে ফিরছেন জেনেলিয়া ডিসুজা। হিট তারে জমিন পর-এর পর ফের এবার সিতারে জমিন পর নিয়ে পর্দায় ফিরছেন আমির খান।
দীর্ঘ ৬ বছর ধরে সাফল্যের মুখ দেখেননি আমির খান। ২০০০ কোটির দঙ্গল-এর পর পরপর দুটো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আমিরের দীর্ঘ অধ্যাবসায়ের ফল লাল সিং চড্ডা। হলিউড ছবি দ্য ফরেস্ট গাম্প-এর অফিসিয়াল রিমেক এই ছবি, অথচ কেউ হলমুখী হয়নি লাল সিং চড্ডা দেখতে। এর আগে যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি ঠগস অফ হিন্দুস্তানও ডাহা ফেল।
advertisement
আরও পড়ুন: ঘরে ঝাড়ু এভাবে রাখবেন না, বাস্তুদোষে সব টাকা খুইয়ে হতদরিদ্র হতে পারেন!
সেই ছবিতে কাজে আসেনি আমির-অমিতাভ ম্যাজিক। স্বভাবতই মন খারাপ আমিরের। তবে দীর্ঘ অধ্যাবসায় ও পরিকল্পনার পর এবার ফের ফিরছেন আমির। আমিরের কথায়, ‘আমার পরের ছবি সিতারে জমিন পর আদপে তারে জমিন পর-এর মতোই একটা ছবি। তবে নতুন ছবিটা পুরনো ছবির চেয়ে ১০ গুণ এগিয়ে। তারে জমিন পর দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। সিতারে জমিন পর দেখে যদিও মজা পাবেন তাঁরা।’
advertisement
advertisement
আমিরের কথায়, ‘তিনি এও বলেন, রাজকুমার সন্তোষীর পরিচালনায় তৈরি একটি ছবি প্রযোজনা করছি আমি। তাতে অভিনয় করেছেন সানি দেওয়াল। ছবির নাম লাহোর, ১৯৪৭। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সানি স্বয়ং। সারা জীবন ধরে সানির অন্ধভক্ত ছিলাম আমি। সেই ছবিটি কেবলই প্রযোজনা করছি আমি। সানিই আসল হিরো। সেটি একটি ভাল গল্প।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan New Film: নতুন ছবির ঘোষণা আমির খানের, তারে-র পর এবার 'সিতারে জমিন পর'! নায়িকা জেনেলিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement