Vastu Tips 2023: ঘরে ঝাড়ু এভাবে রাখবেন না, বাস্তুদোষে সব টাকা খুইয়ে হতদরিদ্র হতে পারেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Vastu Tips 2023: বাস্তুশাস্ত্রেও ঝাড়ু সঠিক জায়গায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝাড়ু কখনই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়।
কলকাতা: ভাবতেই পারেন ঝাড়ু কেনা আবার কী এমন ব্যাপার? কিন্তু বাস্তুশাস্ত্র মতে, ঝাড়ু নিয়ে কোনও ভুল পদক্ষেপ মানুষকে হতদরিদ্র বানিয়ে দিতে পারে। ভাঙা ঝাড়ু ফেলতে হবে কোনও শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। কোনও বিশেষ ভাল তিথিতে ভাঙা ঝাড়ু ফেলতে নেই। ঝাড়ু ঘরের উত্তর-পূর্ব দিকে রাখতে নেই। ঝাড়ু রাখার সবচেয়ে ভাল দিক হচ্ছে দক্ষিণ বা পশ্চিম দিকে। ঝাড়ু কখনও আলমারি বা টাকা রাখার জায়গায় রাখতে নেই।
বাস্তুমতে, শোওয়ার ঘরে এবং রান্নাঘরে ঝাড়ু রাখবেন না। সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া খুব খারাপ। অন্যদিকে, সূর্যোদয়ের সঙ্গে ঝাড়ু দেওয়া খুবই শুভ। টাকা আসে। শুক্লপক্ষে নতুন ঝাড়ু কিনবেন না। নতুন ঝাড়ু সব সময়ে কৃষ্ণপক্ষে কেনা ভাল। সব জিনিসগুলি নিজের জায়গায় আছে এবং বাড়িতে কোনও ঝগড়া নেই, তবুও সমস্যাগুলি মাঝে মাঝে পিছু ছাড়ে না। এর পিছনে কোনও বাস্তু ত্রুটি থাকতে পারে বলে মনে করা হয়। আপনি যদি বাস্তুশাস্ত্রে বিশ্বাসী হন, তাহলে জেনে রাখুন, ঘরে জিনিসপত্র ঠিকমতো না রাখলেও সমস্যা থেকে যায়।
advertisement
আরও পড়ুন: আঙুল ফাটানোর অভ্যেসে আর্থারাইটিসের ভয়! চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞদের, জানুন
বাস্তুমতে, ঘরে ঝাড়ু বা ঝাঁটা রাখতে হলে অনেক বিশেষ জিনিসের যত্ন নেওয়া প্রয়োজন। এটি বিশ্বাস করা হয় যে এর সঙ্গে যুক্ত বাস্তু ত্রুটিগুলি কেবল শারীরিক নয়, আর্থিক সীমাবদ্ধতারও কারণ হয়ে ওঠে। জেনে নিন বাস্তু টিপসের সাহায্যে কীভাবে ঘরে ঠিকমতো ঝাড়ু রাখা যায়।
advertisement
advertisement
ঝাড়ু যেন পায়ের নীচে না আসে। ঝাড়ু লুকিয়ে রাখাই ভাল। বেডরুমে ঝাড়ু যেন একেবারেই না রাখা হয় সেদিকে বিশেষ খেয়াল রাখুন। বাস্তুশাস্ত্রেও ঝাড়ু সঠিক জায়গায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝাড়ু কখনই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। মনে করা হয় এর কারণে ঘরে অর্থের অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। বাস্তু মতে ঝাড়ু শুধু পশ্চিম বা দক্ষিণ দিকে রাখুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 2:18 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips 2023: ঘরে ঝাড়ু এভাবে রাখবেন না, বাস্তুদোষে সব টাকা খুইয়ে হতদরিদ্র হতে পারেন!