প্রোজেরিয়ায় আক্রান্ত নিহালের আমিরি সাক্ষাৎ
Last Updated:
#মুম্বই: তিনি আপাতত বলিউডের পারফেকশনিস্টচ আমির খান নন, চোদ্দ বছরের নিহাল বিটলার কাছে তিনি আমির স্যান্টা ক্লজ খান ! বড়দিনের আগেই হয়ে গেল নিহালের ইচ্ছে পূরণ ৷ মোবাইল ক্যামেরায় উঠল সেলফি ৷ আর হাতে প্রিয় নায়কের অটোগ্রাফ করা শুভেচ্ছা, ‘ প্রিয় নিহাল, তোমার সঙ্গে দেখা করে দারুণ খুশি হলাম ৷ সবসময় হাসতে থেকো ৷ ভালোবাসা রইল আমিরের পক্ষ থেকে !’
কিছু দিন আগে ফেসবুকের জনপ্রিয় পেজ ‘হিউম্যান অফ বম্বে’ মারফত প্রোজেরিয়া আক্রান্ত নিহালের ছবি চোখে পড়েছিল আমির খানের ৷ আমির জানতে পেরেছিল নিহাল একবার অন্তত দেখা করতে চায় তাঁর প্রিয় নায়ক আমিরের সঙ্গে ৷ ছোট্ট নিহালের ইচ্ছে পূরণ করতেই, মঙ্গলবার নিহালের বাড়ি হাজির হলেন আমির ৷ প্রিয় নায়ককে সামনে পেয়ে নিহাল তখন খুশিতে মত্ত ৷ সুযোগ পেয়ে সিনেমা নিয়ে আড্ডা, ছবি তোলাতেই মন হারালেন নিহাল ৷ শুধু তাই নয়, আমিরের হাতে তুলে দিলেন উপহারও ৷ পরিবর্তে আমির নিহালকে দিেলন বোর্ড গেম, ‘তারে জমিন পর’ ও ‘ধুম থ্রি’ ছবির ডিভিডি ও পুতুল ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2015 6:16 PM IST