শহরে আমির খান, কলকাতার রাস্তায় ‘আমিরি দৌড়’
Last Updated:
আমিরি ম্যাজিকে মাতলো রবিবাসরীয় কলকাতা । লাল সিংহ চাড্ডা দৌড়ে দৌড়ে পৌছে যাচ্ছেন দেশের বিভিন্ন শহরে।
Debopriyo dutta majumder
#কলকাতা: আমিরি ম্যাজিকে মাতলো রবিবাসরীয় কলকাতা । লাল সিংহ চাড্ডা দৌড়ে দৌড়ে পৌছে যাচ্ছেন দেশের বিভিন্ন শহরে। তবে কলকাতায় এসে শুধু হাওড়া ব্রিজে দৌড়ে চলে যাবেন আমির তা হয়। নেক্সট গন্তব্য ছিল আমহার্স্ট স্ট্রিটের সীতা রাম ঘোষ লেন। এখানেও ছুটছেন আমির।
খাস উত্তর কলকাতার ফ্লেভারে হলো পরের দফায় শুটিং। উত্তর কলকাতা মানেই পাড়া পাড়া একটা ব্যাপার। পাড়ার মা, কাকিমা, কাকু, জেঠু থেকে কচিকাঁচার ভিড় জমালো আমির খানকে দেখতে। শ্যুটিং এর ফাঁকে ভক্তদেরও সময় দিলেন আমির। কেউ হাত মেলালেন, কেউ জড়িয়ে ধরলেন। লাল সিং চাড্ডার দ্বিতীয় দফার শুটিংয়ে ধরা পড়লো টুকরো এমন কিছু ছবির কোলাজ।
advertisement
advertisement
প্রথম ডেস্টিনেশন ছিল হাওড়া ব্রিজ। প্রায় কাক ভোরেই সেখানে দেখা মিলেছিল আমির খানের। তবে মেক আপের বহর এমন চেনা খুব সহজ ছিল না, পথ চলতি মানুষ কেউ বা পারলো চিনতে কেউ আবার আপন খেয়াল হেঁটে চলে গেলেন। সবমিলিয়ে ছুটির দিনে আলোচনায় মিস্টার পারফেশনিস্ট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2019 4:59 PM IST