Aamir Khan and Kiran Rao : ঘনিষ্ঠ বাল্যবন্ধুর নিমন্ত্রণে বিয়েবাড়িতে একসঙ্গে আমির ও কিরণ

Last Updated:

বিচ্ছেদ? সে শুধু দাম্পত্যে, সম্পর্কের সৌজন্যে নয় ৷ আরও এক বার সে কথা দেখিয়ে দিলেন আমির খান ও কিরণ রাও (Aamir Khan and Kiran Rao)

মুম্বই : বিচ্ছেদ? সে শুধু দাম্পত্যে, সম্পর্কের সৌজন্যে নয় ৷ আরও এক বার সে কথা দেখিয়ে দিলেন আমির খান ও কিরণ রাও (Aamir Khan and Kiran Rao) ৷ জুলাই মাসেই বিনোদন দুনিয়া কেঁপে উঠেছিল তাঁদের বিচ্ছেদের (Aamir Khan and Kiran Rao Divorce) ঘোষণায় ৷ দেড় দশক একসঙ্গে থাকবার পর দাম্পত্যে ইতি টানেন তারকা দম্পতি ৷ কিন্তু সন্তানের অভিভাবকত্ব থেকে অন্যান্য বহু ক্ষেত্রে বজায় রেখেছেন সম্পর্ক ৷ ডিভোর্সের পরও তাঁদের বন্ধন বিস্মিত করছে সকলকে ৷
কখনও একসঙ্গে ‘লাল সিং চড্ডা’-র (Laal Singh Chaddha) শ্যুটিং করছেন, তো কখনও তাঁরা একসঙ্গে বিয়েবাড়িতে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত যে, আমির ও কিরণ সম্প্রতি বিয়েবাড়িতে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে ৷ জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রায় আমিরের এক বাল্যবন্ধু তাঁদের নিমন্ত্রণ করেছিলেন পারিবারিক বিবাহ উৎসবে ৷ অনেকেই ভেবেছিলেন বিয়েবাড়িতে হয়তো আমির একা যাবেন ৷ কিন্তু প্রাক্তন স্ত্রী কিরণের সঙ্গে মিস্টার পারফেকশনিস্টকে দেখে চমকে যান অন্য অতিথি অভ্যাগতরা ৷ জানা গিয়েছে, বিয়েবাড়িতে আমির ও কিরণ এতটাই স্বাভাবিক ছিলেন, যে তাঁদের দেখে বোঝাই যায়নি সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে ৷
advertisement
কিরণের সঙ্গে আমিরের আলাপ ‘লগান’-এর সেটে ৷ ছবির এক জন সহকারী পরিচালক ছিলেন কিরণ ৷ রীনার সঙ্গে আমিরের প্রথম বিয়ে ভাঙার পরে তাঁরা বিয়ে করেন ২০০৫ সালে ৷ ছ’ বছর পর ২০১১-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আজাদের ৷
advertisement
আরও পড়ুন : প্রথম বিচ্ছেদের মানসিক ক্ষতর প্রলেপ কিরণ, রীনারও প্রিয়পাত্রী ছিলেন তিনি
বিয়ের সম্পর্কে ইতি টানার ঘোষণা করতে এসে আমির এবং কিরণ বলেন ১৫ বছর হাসি ও আনন্দের মধ্যে তাঁরা একসঙ্গে কাটিয়েছেন ৷ এ বার তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ৷ তাঁরা আরা স্বামী স্ত্রী নন ৷ কিন্তু তাঁরা একই পরিবারের অংশ এবং সন্তানকে বড় করে তোলার দায়িত্বও তাঁদের দু’জনেরই ৷ এ কথাও জানান, বেশ কিছু দিন ধরেই তাঁরা সেপারেশনের কথা ভাবছিলেন ৷ কিন্তু সে কথা প্রকাশ্যে আনেননি ৷
advertisement
আরও পড়ুন : দেড় দশকের দাম্পত্যে ইতি টানার পর লাদাখে সহাস্যে পাশাপাশি আমির-কিরণ
বিচ্ছেদ-বিবৃতিতে বলা হয়েছিল, ‘‘আমরা আজাদের বাবা মা ৷ একসঙ্গে বড় করব ওকে ৷ ছবি, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য প্রজেক্ট, যেগুলো নিয়ে আমরা প্যাশনেট, সব ক্ষেত্রে একসঙ্গেই কাজ করব আমরা ৷’’
আমির খানের পরবর্তী ছবি ‘লাল সিং চড্ডা’-র এ বছর শীতে মুক্তি পাওয়ার কথা ৷ ছবিতে তাঁর বিপরীতে নায়িকা করিনা কপূর৷ লাদাখে এই ছবির শ্যুটিঙে আমির ও কিরণের একসঙ্গে কাটানো বহু উচ্ছ্বসিত মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে ৷ তাঁদের বিবাহবিচ্ছেদের পরেও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan and Kiran Rao : ঘনিষ্ঠ বাল্যবন্ধুর নিমন্ত্রণে বিয়েবাড়িতে একসঙ্গে আমির ও কিরণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement