Aamir Khan and Kiran Rao : ঘনিষ্ঠ বাল্যবন্ধুর নিমন্ত্রণে বিয়েবাড়িতে একসঙ্গে আমির ও কিরণ

Last Updated:

বিচ্ছেদ? সে শুধু দাম্পত্যে, সম্পর্কের সৌজন্যে নয় ৷ আরও এক বার সে কথা দেখিয়ে দিলেন আমির খান ও কিরণ রাও (Aamir Khan and Kiran Rao)

মুম্বই : বিচ্ছেদ? সে শুধু দাম্পত্যে, সম্পর্কের সৌজন্যে নয় ৷ আরও এক বার সে কথা দেখিয়ে দিলেন আমির খান ও কিরণ রাও (Aamir Khan and Kiran Rao) ৷ জুলাই মাসেই বিনোদন দুনিয়া কেঁপে উঠেছিল তাঁদের বিচ্ছেদের (Aamir Khan and Kiran Rao Divorce) ঘোষণায় ৷ দেড় দশক একসঙ্গে থাকবার পর দাম্পত্যে ইতি টানেন তারকা দম্পতি ৷ কিন্তু সন্তানের অভিভাবকত্ব থেকে অন্যান্য বহু ক্ষেত্রে বজায় রেখেছেন সম্পর্ক ৷ ডিভোর্সের পরও তাঁদের বন্ধন বিস্মিত করছে সকলকে ৷
কখনও একসঙ্গে ‘লাল সিং চড্ডা’-র (Laal Singh Chaddha) শ্যুটিং করছেন, তো কখনও তাঁরা একসঙ্গে বিয়েবাড়িতে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত যে, আমির ও কিরণ সম্প্রতি বিয়েবাড়িতে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে ৷ জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রায় আমিরের এক বাল্যবন্ধু তাঁদের নিমন্ত্রণ করেছিলেন পারিবারিক বিবাহ উৎসবে ৷ অনেকেই ভেবেছিলেন বিয়েবাড়িতে হয়তো আমির একা যাবেন ৷ কিন্তু প্রাক্তন স্ত্রী কিরণের সঙ্গে মিস্টার পারফেকশনিস্টকে দেখে চমকে যান অন্য অতিথি অভ্যাগতরা ৷ জানা গিয়েছে, বিয়েবাড়িতে আমির ও কিরণ এতটাই স্বাভাবিক ছিলেন, যে তাঁদের দেখে বোঝাই যায়নি সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে ৷
advertisement
কিরণের সঙ্গে আমিরের আলাপ ‘লগান’-এর সেটে ৷ ছবির এক জন সহকারী পরিচালক ছিলেন কিরণ ৷ রীনার সঙ্গে আমিরের প্রথম বিয়ে ভাঙার পরে তাঁরা বিয়ে করেন ২০০৫ সালে ৷ ছ’ বছর পর ২০১১-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আজাদের ৷
advertisement
আরও পড়ুন : প্রথম বিচ্ছেদের মানসিক ক্ষতর প্রলেপ কিরণ, রীনারও প্রিয়পাত্রী ছিলেন তিনি
বিয়ের সম্পর্কে ইতি টানার ঘোষণা করতে এসে আমির এবং কিরণ বলেন ১৫ বছর হাসি ও আনন্দের মধ্যে তাঁরা একসঙ্গে কাটিয়েছেন ৷ এ বার তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ৷ তাঁরা আরা স্বামী স্ত্রী নন ৷ কিন্তু তাঁরা একই পরিবারের অংশ এবং সন্তানকে বড় করে তোলার দায়িত্বও তাঁদের দু’জনেরই ৷ এ কথাও জানান, বেশ কিছু দিন ধরেই তাঁরা সেপারেশনের কথা ভাবছিলেন ৷ কিন্তু সে কথা প্রকাশ্যে আনেননি ৷
advertisement
আরও পড়ুন : দেড় দশকের দাম্পত্যে ইতি টানার পর লাদাখে সহাস্যে পাশাপাশি আমির-কিরণ
বিচ্ছেদ-বিবৃতিতে বলা হয়েছিল, ‘‘আমরা আজাদের বাবা মা ৷ একসঙ্গে বড় করব ওকে ৷ ছবি, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য প্রজেক্ট, যেগুলো নিয়ে আমরা প্যাশনেট, সব ক্ষেত্রে একসঙ্গেই কাজ করব আমরা ৷’’
আমির খানের পরবর্তী ছবি ‘লাল সিং চড্ডা’-র এ বছর শীতে মুক্তি পাওয়ার কথা ৷ ছবিতে তাঁর বিপরীতে নায়িকা করিনা কপূর৷ লাদাখে এই ছবির শ্যুটিঙে আমির ও কিরণের একসঙ্গে কাটানো বহু উচ্ছ্বসিত মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে ৷ তাঁদের বিবাহবিচ্ছেদের পরেও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan and Kiran Rao : ঘনিষ্ঠ বাল্যবন্ধুর নিমন্ত্রণে বিয়েবাড়িতে একসঙ্গে আমির ও কিরণ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement