Aamir Khan and Kiran Rao: দেড় দশকের দাম্পত্যে ইতি টানার পর লাদাখে সহাস্যে পাশাপাশি আমির-কিরণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
প্রচলিত প্রবাদ পাল্টে দিয়েছেন আমির-কিরণ (Aamir Khan and Kiran Rao) ৷
মুম্বই : যাঁদের বিচ্ছেদ তাঁদের হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই ৷ প্রচলিত প্রবাদ পাল্টে দিয়েছেন আমির-কিরণ (Aamir Khan and Kiran Rao) ৷ দেড় দশকের দাম্পত্যে ইতি টেনেছিলেন কিছু দিন আগে ৷ এ বার তাঁদের দেখা গেল কাশ্মীরে ৷ বিগত দম্পতির ছবি শেয়ার করেছেন নাগা চৈতন্য ৷
দক্ষিণী তারকা চৈতন্য ‘লাল সিং চড্ডা’ ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করছেন ৷ মাইলফলক ‘ফরেস্টগাম্প’-এর হিন্দি সংস্করণ এই ছবিটি আমির ও কিরণের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ৷ তাঁরা আগেই বলেছিলেন, তাঁদের দাম্পত্যে ইতি প্রভাব ফেলবে না পেশাদার জগতে ৷ সেই আশ্বাস স্পষ্ট তাঁদের আচরণেও ৷ ছবিতে আমির, কিরণের সঙ্গে চৈতন্য ছাড়াও আছেন পরিচালক অদ্বৈত চন্দন ৷ চারমূর্তির ছবি শেয়ার করার সময় চৈতন্য ক্যাপশন দিয়েছেন ‘গ্রেটফুল’ ৷
advertisement
আমির খান প্রোডাকশন্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে এই ছবি ৷ সেখানে তাঁরা চৈতন্যকে স্বাগতও জানিয়েছেন ছবির ইউনিটে ৷ ছবিটি দেখে নেটিজেনদের অনুমান, ‘লাল সিং চড্ডা’-র শ্যুটিং চলছে লাদাখে৷ সেখানেই তোলা হয়েছে ছবিটি৷
advertisement

গত শনিবার যৌথ বিবৃতি দিয়ে আমির ও কিরণ জানান, তাঁরা তাঁদের দাম্পত্যে ইতি টানছেন ৷ তবে স্বামী স্ত্রী না থাকলেও তাঁরা সন্তান তৈমুরের দেখাশোনা করবেন বাবা মা হিসেবেই ৷ থাকবেন একই পরিবারের সদস্য হয়ে ৷ ‘পানি ফাউন্ডেশন’ তাঁদের কাছে আজাদের মতোই ৷ তার কাজও করবেন একসঙ্গেই ৷
advertisement
প্রসঙ্গত কিরণের সঙ্গে আমিরের আলাপ ২০০১ সালে, ‘লগান’ ছবির শ্যুটিঙে ৷ অস্কারের দোরগোড়ায় যাওয়া এই ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ ৷ পরবর্তীতে তাঁরা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন ৷ আমিরের ‘লাল সিং চাড্ডা’ নিয়েও উত্তেজনা তুঙ্গে ৷ কারণ আমিরের এর আগের ছবি ‘ঠগস অব হিন্দোস্তান’ চূড়ান্ত ব্যর্থ ৷ ‘লাল সিং চড্ডায়’ মূল নারী চরিত্রে আছেন করিনা কপূর খান ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের বড়দিনের সময় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2021 12:11 AM IST