Aamir Khan and Kiran Rao: দেড় দশকের দাম্পত্যে ইতি টানার পর লাদাখে সহাস্যে পাশাপাশি আমির-কিরণ

Last Updated:

প্রচলিত প্রবাদ পাল্টে দিয়েছেন আমির-কিরণ (Aamir Khan and Kiran Rao) ৷

মুম্বই : যাঁদের বিচ্ছেদ তাঁদের হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই ৷ প্রচলিত প্রবাদ পাল্টে দিয়েছেন আমির-কিরণ (Aamir Khan and Kiran Rao) ৷ দেড় দশকের দাম্পত্যে ইতি টেনেছিলেন কিছু দিন আগে ৷ এ বার তাঁদের দেখা গেল কাশ্মীরে ৷ বিগত দম্পতির ছবি শেয়ার করেছেন নাগা চৈতন্য ৷
দক্ষিণী তারকা চৈতন্য ‘লাল সিং চড্ডা’ ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করছেন ৷ মাইলফলক ‘ফরেস্টগাম্প’-এর হিন্দি সংস্করণ এই ছবিটি আমির ও কিরণের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ৷ তাঁরা আগেই বলেছিলেন, তাঁদের দাম্পত্যে ইতি প্রভাব ফেলবে না পেশাদার জগতে ৷ সেই আশ্বাস স্পষ্ট তাঁদের আচরণেও ৷ ছবিতে আমির, কিরণের সঙ্গে চৈতন্য ছাড়াও আছেন পরিচালক অদ্বৈত চন্দন ৷ চারমূর্তির ছবি শেয়ার করার সময় চৈতন্য ক্যাপশন দিয়েছেন ‘গ্রেটফুল’ ৷
advertisement
আমির খান প্রোডাকশন্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে এই ছবি ৷ সেখানে তাঁরা চৈতন্যকে স্বাগতও জানিয়েছেন ছবির ইউনিটে ৷ ছবিটি দেখে নেটিজেনদের অনুমান, ‘লাল সিং চড্ডা’-র শ্যুটিং চলছে লাদাখে৷ সেখানেই তোলা হয়েছে ছবিটি৷
advertisement
গত শনিবার যৌথ বিবৃতি দিয়ে আমির ও কিরণ জানান, তাঁরা তাঁদের দাম্পত্যে ইতি টানছেন ৷ তবে স্বামী স্ত্রী না থাকলেও তাঁরা সন্তান তৈমুরের দেখাশোনা করবেন বাবা মা হিসেবেই ৷ থাকবেন একই পরিবারের সদস্য হয়ে ৷ ‘পানি ফাউন্ডেশন’ তাঁদের কাছে আজাদের মতোই ৷ তার কাজও করবেন একসঙ্গেই ৷
advertisement
প্রসঙ্গত কিরণের সঙ্গে আমিরের আলাপ ২০০১ সালে, ‘লগান’ ছবির শ্যুটিঙে ৷ অস্কারের দোরগোড়ায় যাওয়া এই ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ ৷ পরবর্তীতে তাঁরা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন ৷ আমিরের ‘লাল সিং চাড্ডা’ নিয়েও উত্তেজনা তুঙ্গে ৷ কারণ আমিরের এর আগের ছবি ‘ঠগস অব হিন্দোস্তান’ চূড়ান্ত ব্যর্থ ৷ ‘লাল সিং চড্ডায়’ মূল নারী চরিত্রে আছেন করিনা কপূর খান ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের বড়দিনের সময় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan and Kiran Rao: দেড় দশকের দাম্পত্যে ইতি টানার পর লাদাখে সহাস্যে পাশাপাশি আমির-কিরণ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement