#মুম্বই: শুধু অভিনেতা হিসেবে নয়। ব্যক্তিগত জীবনের জন্যও বার বার খবরে উঠে আসেন অভিনেতা আমির খান (Aamir Khan)। গত বছর স্ত্রী কিরণ খেরের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। সেই বিষয় নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অভিনেতা।
আমির (Aamir Khan) জানান, কিরণের সঙ্গে তাঁর এখনও ভালো সম্পর্ক আছে। কিন্তু তাঁদের মধ্যে আরও স্বামী স্ত্রীর রসায়ন নেই। কিরণের সঙ্গে বিচ্ছেদের পরে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে তাঁর নাম জড়ায়। তবে এই বিচ্ছেদের পিছনে তৃতীয় কোনও ব্যক্তি নেই বলেই জানান। তবে তৃতীয় সম্পর্ক না থাকলেও এবার বলিউডেরই এক অভিনেত্রী জানালেন, এক সময়ে তিনি আমির খানের বড় ভক্ত ছিলেন। এমনকি আমির খানকে নাকি প্রেমপত্র পাঠিয়েছিলেন সেই অভিনেত্রী।
আরও পড়ুন- জন্মদিন কঙ্গনার! দিদির সঙ্গে বিশেষ দিন অভিনব ভাবে পালন করছেন ক্যুইন
সেই অভিনেত্রীর বলিউডে হাতে খড়ি আমির খানের (Aamir Khan) ছবির মাধ্যমেই। ১৯৯৫ সালে সেই ছবির নাম ছিল রঙ্গিলা। রাম গোপাল ভর্মা পরিচালিত সেই ছবিতে মালা মালহোত্রার চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি শাহ। খুব কম অংশেই অভিনয় করেছিলেন তিনি। সেই শেফালি সম্প্রতি জানিয়েছেন, কলেজে পড়া কালীন আমির খানকে খুব পছন্দ করতেন তিনি। নিজের ছবি সমেত একটি প্রেমপত্রও তিনি আমির খানকে পাঠিয়েছিলেন বলে জানান।
আমির খানকে জিজ্ঞাসা করা হয়, কলেজে পড়াকালীন তাঁর কার উপরে ক্রাশ ছিল? উত্তরে তিনি বলেন, আমির খানের প্রতি তাঁর ক্রাশ রয়েছে। শেফালির কথায়, "আমির খান। আমি ওনাকে একটি চিঠি লিখেছিলাম। আমি ওনাকে আমার ছবি সমেত চিঠিটি পাঠিয়েছিলাম। তবে সেই ছবিতে আমার ছবিটি অস্পষ্ট ছিল। বড় প্রেম পত্র লিখেছিলাম আমি।"
View this post on Instagram
প্রসঙ্গত, সম্প্রতি আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেয়েছে বিদ্যা বালন ও শেফালি শাহ (Shefali Shah) অভিনীত ছবি জলশা। ইতিমধ্যেই সেটি বেশ সাড়া ফেলেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aamir Khan, Aamir khan divorce