Kangana Ranaut : জন্মদিন কঙ্গনার! দিদির সঙ্গে বিশেষ দিন অভিনব ভাবে পালন করছেন ক্যুইন
Kangana Ranaut : সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কঙ্গনা জন্মদিনের জন্য নিয়েছেন একটি নীল রঙের ডিজাইনার কুর্তা, লাল রঙের একটি সালওয়ার এবং হলুদ ওড়না।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) আজ জন্মদিন। ৩৫ বছরে পা রাখলেন তিনি। আর জন্মদিন উপলক্ষে কঙ্গনা পৌঁছে গেলেন এবার বৈষ্ণো দেবী মন্দির।
2/ 7
দিদি রঙ্গোলি চন্দেলকে সঙ্গে নিয়ে এই মন্দির দর্শনে যান তিনি। সেখান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
3/ 7
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কঙ্গনা (Kangana Ranaut) জন্মদিনের জন্য নিয়েছেন একটি নীল রঙের ডিজাইনার কুর্তা, লাল রঙের একটি সালওয়ার এবং হলুদ ওড়না।
4/ 7
জন্মদিন নিয়ে যে তিনি উচ্ছসিত তা ছবিতেই স্পষ্ট। ছবিগুলিতে নজর কেড়েছে প্রাকৃতিক সৌন্দর্যও। রাতের পাহাড়ে আলোর মালা দেখে মুগ্ধ নেটিজেনরা।
5/ 7
ছবিগুলির ক্যাপশনে কঙ্গনা লিখছেন, "আজ আমার জন্মদিন উপলক্ষে ভগবতী শ্রী বৈষ্ণো দেবীর কাছে এলাম। তাঁর ও আমার বাবা মায়ের আশীর্বাদে আগামী বছরের ভালো কাটবে আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ এত ভালোবাসা ও শুভেচ্ছার জন্য।"
6/ 7
কঙ্গনাকে (Kangana Ranaut) sএই পোস্টে তাঁর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, কঙ্গনা হিমাচল প্রদেশের ভাম্বলা নামে এক শহরের বাসিন্দা। সেই শহর থেকে এসেই বলিউডে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
7/ 7
এখন তিনি বলিউডের ক্যুই। নানা রকমের মন্তব্য করে বিতর্কে জড়ান ঠিকই। কিন্তু তাঁকে কেউ এড়িয়ে যেতে পারে না।এছাড়া অভিনয়েও মুগ্ধ করেছেন তিনি।