আচমকা আমির খানের বাড়িতে ২৫ আইপিএস অফিসারের হানা, কেন? সারাদিন জল্পনা শেষে সামনে এল আসল কারণ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Aamir Khan: বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে হঠাৎ করেই হাজির হলেন ২৫ জন আইপিএস অফিসার। কিন্তু কেন?
মুম্বই: বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে হঠাৎ করেই হাজির হলেন ২৫ জন আইপিএস অফিসার। রবিবার, ২৭ জুলাই সন্ধ্যায় মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর বাসভবনের বাইরে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
রবিবার অভিনেতার বাড়িতে পুলিশিহানা। একসঙ্গে প্রায় ২৫ জন পুলিশ আধিকারিক ঢোকেন অভিনেতার বাড়িতে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা কী কারণে অভিনেতার বাড়িতে হাজির হল এমন বিশাল পুলিশবাহিনী।
আরও পড়ুন: মৃ*ত্যুর পরে অচেনা ভক্তের ৭২ কোটির সম্পত্তি প্রিয় অভিনেতার নামে! সেই সম্পত্তি নিয়ে কী করলেন সঞ্জয় দত্ত? চমকে যাবেন
আমিরের টিমের তরফে থেকে বলা হয়েছে, ”একটা আইপিএস দল আমিরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই কারণে অভিনেতা তাঁদের বাড়িতে ডাকেন।” তবে এবারের সাক্ষাৎ কোনও নতুন ছবির সঙ্গে জড়িত কিনা তা জানা যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আমি অনাথ, টিকিট নেই, আপনার সঙ্গে নিন’, ট্রেনে উঠে কোথায় গেল বাংলার মেয়ে? নাসিক থেকে এল বড় খবর!
ঠিক কী কারণে আইপিএস অফিসারদের এহেন আচমকা ‘অভিযান’? এপ্রসঙ্গে যাবতীয় ‘জল্পনা-থিওরি’ উড়িয়ে বলিউড তারকার টিমের তরফে জানানো হল, ”আসলে ট্রেনি আইপিএস অফিসারদের একটি ব্যাচ আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। অভিনেতার সঙ্গে একটিবার সাক্ষাতের জন্য তাঁদের তরফেই অনুরোধ আসে। আর নিজের বাড়িতে তাঁদের আপ্যায়ণ করতে পেরে আমিরও বেজায় খুশি।” অতঃপর অভিনেতা যে কোনওরকম আইনি বিপাকে জড়াননি, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বিবৃতিতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 7:40 PM IST