A R Rahman Kolkata Show: কলকাতায় ১১ জানুয়ারি হচ্ছে না এ আর রহমানের শো, জানানো হল অনুষ্ঠানের নতুন দিন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
A R Rahman Kolkata Show:তাঁর অনুষ্ঠান ঘিরে যে উন্মাদনার পারদ বাড়ছিল তা আপাতত কার্যত স্তিমিত।
কলকাতা : গানপাগলদের মন ভাঙল৷ নতুন বছরের শুরুতেই কলকাতায় এ আর রহমানের প্রস্তাবিত শো স্থগিত হয়ে গেল৷ প্রসঙ্গত ১৩ বছর পর ফের কলকাতায় পারফর্ম করতে আসার কথা ছিল রহমানের৷ আগামী ১১ জানুয়ারি তাঁর শো হওয়ার নির্ধারিত দিন ছিল৷ বহু প্রতীক্ষিত ওই অনুষ্ঠানের দিন পিছিয়ে নতুন শো-এর দিন নির্ধারিত হয়েছে ১১ এপ্রিল৷ ফলত তাঁর অনুষ্ঠান ঘিরে যে উন্মাদনার পারদ বাড়ছিল তা আপাতত কার্যত স্তিমিত।
আয়োজকদের তরফে জানানো হয়েছে ওই অনুষ্ঠান পুরোপুরি বাতিল হচ্ছে না৷ ১১ জানুয়ারির বদলে কলকাতায় সুরকারের পাঁচ ঘণ্টাব্যাপী শো হবে ১১ এপ্রিল৷ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫ টায়৷ তবে অনুষ্ঠানস্থল এখনও জানানো হয়নি৷ কলকাতায় এর আগেও বেশ কয়েক বার এসেছেন তিনি৷ তাঁর শেষ কনসার্ট ২০১২ সালে এই শহরে হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে৷ পরে ২০১৫ সালে পেলের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ এক দশকেরও বেশি সময় পর তাঁর অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে৷
advertisement
আরও পড়ুন : ‘আমি ঝুলি না, ঝোলাই…’, রাজ চক্রবর্তীর আসন্ন ছবি ‘হোক কলরব’-এর টিজারে ‘ক্ষুদিরাম চাকী’-র মুখে সংলাপ ঘিরে বিতর্ক তুঙ্গে! প্রতিবাদ টলিউডেও
কলকাতায় সুরের জাদুকরের প্রস্তাবিত এই শো ‘দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর অন্তর্গত৷ জুলাই-অগাস্টে মুম্বই প্রিমিয়ার এবং উত্তর আমেরিকা সফরের পর, ওয়ান্ডারমেন্ট ট্যুর ২০২৬ সালের জানুয়ারিতে ভারতে ফিরে আসার কথা ছিল। কলকাতার পর পরবর্তী শো হওয়ার কথা ছিল চেন্নাইয়ে, ১৪ ফেব্রুয়ারি৷ কী কারণে কলকাতায় রহমানের শো পিছিয়ে গেল, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷ নতুন বছরে পা রেখে রহমানের ম্যাজিকে বুঁদ হওয়ার অপেক্ষায় দিন গুনবে কল্লোলিনী৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 11:49 PM IST









