'আমার খুব অস্বস্তি হয়', ধনুষের ছবির ইভেন্টে শ্লীলতাহানি চেষ্টা সঞ্চালিকাকে! মুখ খুললেন নির্যাতিতা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ধনুষের ছবির প্রিরিলিজ অনুষ্ঠানে সঞ্চালনার সঙ্গে এক ব্যক্তি অসভ্য আচরণ করে।
চেন্নাই: ফের বড় পর্দায় ফিরছেন ধনুষ ক্যাপ্টেন মিলার ছবিতে। চলতি মাসের ১২ মুক্তি পাবে এই ছবি। তার আগে চেন্নাইতে একটি প্রিরিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়, গত ৩ জানুয়ারি। আর তখনই ঘটে একটি অপ্রীতিকর ঘটনা। অনুষ্ঠানের সঞ্চালনার সঙ্গে এক ব্যক্তি অসভ্য আচরণ করে।
সম্প্রতি ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় এক মহিলা একজন ব্যক্তিকে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। ভাল করে দেখলে বোঝা যাবে সেই ব্যক্তিই তাঁকে খারাপ ভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা সরব হয়ে উঠেছেন।
advertisement
advertisement
তাঁর এই সাহসী পদক্ষেপের জন্য অনেকেই তাঁকে বাহবা দিয়েছেন। অন্যায় সহ্য করে চুপ না থেকে তিনি প্রতিবাদ করেছেন তা দেখেই সকলের ভাল লেগেছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় সবটা জানান।
advertisement

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি আমাকে খারাপভাবে স্পর্শ করতে চেষ্টা করেছিলেন। আসলে তিনি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করছিলেন। কিন্তু আমি এই বিষয়টা মেনে নিইনি। সঙ্গে সঙ্গেই তাঁকে হাতেনাতে ধরি। সে দৌড়াতে শুরু করে, কিন্তু আমি তাঁকে পালাতে দিইনি। প্রতিবাদ হয়তো করেছিলাম কিন্তু এমন মানুষদের মাঝে থাকতে আমার খুব অস্বস্তি হয়।’ ছবির নির্মাতাদের পক্ষ থেকে এই ঘটনা দেখে সেই ব্যক্তির নামে থানায় অভিযোগ করা হয়। তবে পুলিশ এখনও এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 5:01 PM IST