নন্দনে শেষ হল ও-পার বাংলার চলচ্চিত্র উৎসব; মূল আকর্ষণ ফাখরুল আরেফিন খানের তিনটি ছবি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
5th Bangladeshi Film Festival: এবারের উৎসবের মূল আকর্ষণ ও-পার বাংলার ২০টি ছবি। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের স্বনামধন্য পরিচালক ফাখরুল আরেফিন খানের তিনটি ছবি - ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ এবং ‘অবিনশ্বর’।
কলকাতা: শহরে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় নন্দনে গত ২৯ জুলাই শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব। তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন ১, ২ এবং ৩ হলে প্রদর্শিত হল বাংলাদেশি চলচ্চিত্র। এবারের উৎসবের মূল আকর্ষণ হল ও-পার বাংলার ২০টি ছবি। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের স্বনামধন্য পরিচালক ফাখরুল আরেফিন খানের তিনটি ছবি – ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ এবং ‘অবিনশ্বর’।
advertisement
advertisement
‘গণ্ডি’ ছবির গল্প আবর্তিত হয় দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। তাঁদের আলাপ হয় এবং নিজেদের মতো করে বাঁচার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় তাঁদের পরিবার। রোম্যান্টিক কমেডি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এ-পার বাংলার সব্যসাচী চক্রবর্তী এবং বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়া থাকবেন মহম্মদ বারি, অপর্ণা ঘোষ, মজনুন মিজান, শুভাশিস ভৌমিক এবং পায়েল মুখোপাধ্যায়।
advertisement
আবার ‘জেকে-১৯৭১’ ছবিটির প্রেক্ষাপটে রয়েছে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের বিমানবন্দরের একটি ঘটনা। আসলে ওই দিন প্যারিসের ওলি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করেন জ্যঁ কুয়ে নামে এক ফরাসি তরুণ। তিনি দাবি করেছিলেন যে, যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের শরণার্থী শিশুদের চিকিৎসার জন্য ২০ টন ওষুধ বিমানে তুলে দিতে হবে। সেটা করা হলেই বিমান আরোহীদের মুক্ত করে দেওয়ার আশ্বাস দেন ওই তরুণ। এই ছবিতে অভিনয় করেছেন শুভ্র সৌরভ দাস, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রজিৎ মজুমদার, মৌমিতা পাল, শ্রেয়া ভট্টাচার্য এবং অভিষেক সিং প্রমুখরা।
advertisement

আর ফাখরুল আরেফিন খানের তৃতীয় ছবি ‘অবিনশ্বর’-এর গল্প আবর্তিত হয়েছে ভাষা আন্দোলনের রূপকার শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের লড়াইয়ের উপর। প্রসঙ্গত ঋত্বিক ঘটকের বোন প্রতীতির সঙ্গে বিবাহ হয়েছিল ধীরেন্দ্রনাথ দত্তের পুত্র সঞ্জীব দত্তের। আবার সম্পর্কে যিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দাদুও বটে।
advertisement
JK 1971
অভিনয়ে
শুভ্র সৌরভ দাস- ফরাসি হাইজ্যাকার
সব্যসাচী চক্রবর্তী- পাইলট
ইন্দ্রিজিত মজুমদার- পাকিস্তানি পেইন্টার
মৌমিতা পাল- এয়ার প্যাসেঞ্জার
শ্রেয়া ভট্টাচার্য- এয়ার হোস্টেস
অভিষেক সিং- ফার্স্ট অফিসার, কো পাইলট
অবিনশ্বর
advertisement
অভিনয়ে
সৌম্য সেনগুপ্ত
মৌমিতা পাল
এই উৎসবের প্রসঙ্গে স্বয়ং পরিচালক ফাখরুল আরেফিন খান জানান যে, “এই বিষয়টা আমার জন্য অত্যন্ত আনন্দের। আর আমার আশা দর্শকরা আমাদের এই সমস্ত কাজ পছন্দ করবেন এবং সাদরে গ্রহণও করবেন।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 7:53 PM IST