বাহুবলি ২ দেখার ৫ কারণ !
Last Updated:
গত দু’বছরে গোটা দেশ যেন একটা প্রশ্নের উত্তর খোঁজার পিছনেই ছুটছিল ৷
#মু্ম্বই: গত দু’বছরে গোটা দেশ যেন একটা প্রশ্নের উত্তর খোঁজার পিছনেই ছুটছিল ৷ কাটাপ্পা কেন খুন করল বাহুবলিকে ৷ শেষমেশ অপেক্ষার অবসান ৷ শুক্রবারই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘বাহুবলি ২’ ! এই মুহূর্তে ভারতের সবচেয়ে খরচাবহুল ছবি হল ‘বাহুবলি ২’ ৷ গল্পে, স্পেশাল এফেক্টেসে ভরপুর এই ছবি দেখার জন্য ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা ৷ অগ্রিম বুকিংয়েও বেশ লম্বা লাইন ৷ গোটা দেশে প্রায় সাড়ে ৯ হাজার স্ক্রিনমে মুক্তি পেতে চলেছে বাহুবলি ২৷ তা কেন দেখবেন এই ছবি?
১) বাহুবলি যেখানে শেষ হয়েছিল, সেই রহস্য ফাঁসই বাহুবলি ২-এর আসল তুরুপের তাস ৷ কাটাপ্পা ও বাহুবলি জুটির দ্বন্দ্ধই এই ছবির আসল ট্যুইস্ট ৷
২) এখনও পর্যন্ত তৈরি ভারতের সবচেয়ে খরচা বহুল ছবি বাহুবলি ২ ৷ এই রাজা মৌলির তৈরি ম্যাগনাম ওপাস, নজর কেড়েছিল গোটা দুনিয়ায় ৷ বাহুবলি-র সেই স্মৃতিকে উসকেই বাহুবলি ২ !
advertisement
advertisement
৩) জানা গিয়েছে, বাহুবলি ২-তে দেখা যাবে দুটি বিরাট মাপের যুদ্ধের দৃশ্য ৷ প্রথম বাহুবলি ছবির যুদ্ধের দৃশ্য নজর কেড়েছিল গোটা দুনিয়ায় ৷ আর এবার ২ টো যুদ্ধ ৷ চমক তে বেশি থাকবেই !
৪) প্রথম বাহুবলিতে অনুষ্কা শেট্টির অভিনয় দেখানোর সুযোগ ছিল না৷ সিকোয়েলে এবার একাই কামাল দেখাবেন অনুষ্কা ৷ সঙ্গে অবশ্যই রয়েছে রামাইয়া !
advertisement
৫) জানা গিয়েছে, বাহুবলি ২-এর ক্ল্যাইম্যাক্স নাকি গায়ে কাঁটা দেওয়ার মতো ৷ এমনকী, এই ছবি সমাপ্তি, আরেক রহস্যের জন্ম দেবে !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2017 7:10 PM IST