‘ভয়ঙ্কর’ ভিলেনদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই ৪ বিখ্যাত অভিনেত্রী, কেমন জীবন কাটাচ্ছেন তাঁরা?

Last Updated:

4 Bollywood Villains Who Married Famous Actresses: বলিউডের এই ৪ ভিলেনের সঙ্গে শুধু প্রেম নয়, তাঁদের বিয়েও করেছেন ৪ বিখ্যাত অভিনেত্রী। রেণুকা সাহানি, পূজা বাত্রা, শিবাঙ্গি কোলাপুরে, নিবেদিতা ভট্টাচার্য। ভয়ঙ্কর ভিলেনদের সঙ্গেই সুখে ঘর সংসার করছেন তাঁরা। প্রেম এবং বিয়ে, পুরোটাই গল্পের মতো।

‘ভয়ঙ্কর’ ভিলেনদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই ৪ বিখ্যাত অভিনেত্রী
‘ভয়ঙ্কর’ ভিলেনদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই ৪ বিখ্যাত অভিনেত্রী
মুম্বই: ভিলেন বললেই চোখের সামনে কয়েকটা নেমে ভেসে ওঠে। শক্তি কাপুর, আশুতোষ রানা, নবাব শাহ, কেকে মেনন। হাড় হিম করা চাহনি আর ন্যাক্কারজনক আচরণ। তবে এসবই পর্দার অভিনয়। বাস্তবে তাঁরা ভদ্রলোক। এতটাই যে সুন্দরী অভিনেত্রীরাও এঁদের প্রেমে হাবুডুবু খেয়েছেন।
বলিউডের এই ৪ ভিলেনের সঙ্গে শুধু প্রেম নয়, তাঁদের বিয়েও করেছেন ৪ বিখ্যাত অভিনেত্রী। রেণুকা সাহানি, পূজা বাত্রা, শিবাঙ্গি কোলাপুরে, নিবেদিতা ভট্টাচার্য। ভয়ঙ্কর ভিলেনদের সঙ্গেই সুখে ঘর সংসার করছেন তাঁরা। প্রেম এবং বিয়ে, পুরোটাই গল্পের মতো। বলিউডের এই ৪ ভিলেনের সঙ্গে শুধু প্রেম নয়, তাঁদের বিয়েও করেছেন ৪ বিখ্যাত অভিনেত্রী। রেণুকা সাহানি, পূজা বাত্রা, শিবাঙ্গি কোলাপুরে, নিবেদিতা ভট্টাচার্য। ভয়ঙ্কর ভিলেনদের সঙ্গেই সুখে ঘর সংসার করছেন তাঁরা। প্রেম এবং বিয়ে, পুরোটাই গল্পের মতো।
advertisement
advertisement
শিবাঙ্গি কোলাপুরে: আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গি কোলাপুরে। প্রচুর হিন্দি ছবিতে চুটিয়ে কাজ করেছেন। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীদের বিপরীতে অভিনয় করেছেন। কিন্তু জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন বলিউডের সবচেয়ে বড় ভিলেন শক্তি কাপুরকে। বিয়ের পরই অভিনয় ছেড়ে দেন। এখন সুখেই ঘরসংসার করছেন শিবাঙ্গি। শিবাঙ্গি কোলাপুরে: আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গি কোলাপুরে। প্রচুর হিন্দি ছবিতে চুটিয়ে কাজ করেছেন। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীদের বিপরীতে অভিনয় করেছেন। কিন্তু জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন বলিউডের সবচেয়ে বড় ভিলেন শক্তি কাপুরকে। বিয়ের পরই অভিনয় ছেড়ে দেন। এখন সুখেই ঘরসংসার করছেন শিবাঙ্গি।
advertisement
রেণুকা সাহানি: রেণুকা হিন্দি ও মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। টিভিতেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি সামলেছেন প্রযোজনার কাজও। দূরদর্শনে ‘সুরভী’ অনুষ্ঠানের সহ-সঞ্চালক হিসাবে গোট দেশে পরিচিত পান। মারাঠি ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন। রেণুকা প্রথমে বিজয় কেঙ্করেকে বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে টেকেনি। কয়েক বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০০১ সালে আশুতোষ রানার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। রেণুকা সাহানি: রেণুকা হিন্দি ও মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। টিভিতেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি সামলেছেন প্রযোজনার কাজও। দূরদর্শনে ‘সুরভী’ অনুষ্ঠানের সহ-সঞ্চালক হিসাবে গোট দেশে পরিচিত পান। মারাঠি ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন। রেণুকা প্রথমে বিজয় কেঙ্করেকে বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে টেকেনি। কয়েক বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০০১ সালে আশুতোষ রানার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন।
advertisement
পূজা বাত্রা: ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলেন পূজা। তবে সেই বছরই ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে খেতাব জেতেন। মিস ইন্টারন্যাশনাল ১৯৯৩-এ ভারতের প্রতিনিধিত্বও করেছিলেন। এরপর পা রাখেন বলিউডে। অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে পর্দার ভিলেন নবাব শাহের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন পূজা। সেই সময় এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। পূজা বাত্রা: ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলেন পূজা। তবে সেই বছরই ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে খেতাব জেতেন। মিস ইন্টারন্যাশনাল ১৯৯৩-এ ভারতের প্রতিনিধিত্বও করেছিলেন। এরপর পা রাখেন বলিউডে। অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে পর্দার ভিলেন নবাব শাহের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন পূজা। সেই সময় এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।
advertisement
নিবেদিতা ভট্টাচার্য: ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের মুগ্ধতা ছড়িয়েছেন নিবেদিতা। তিনি টিভি শো ‘সাত ফেরে’, ‘সালোনি কা সফর’, ‘কোই লট কে আয়া হ্যায়’-এর জন্য পরিচিত। ‘বোম্বে মেরি জান’ এবং ‘ভ্যাকসিন ওয়ার’-এ তাঁর কাজ প্রশংসিত হয়। কেকে মেননকে বিয়ে করেছেন নিবেদিতা। বর্তমানে সুখী দাম্পত্য কাটাচ্ছেন দু’জন। নিবেদিতা ভট্টাচার্য: ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের মুগ্ধতা ছড়িয়েছেন নিবেদিতা। তিনি টিভি শো ‘সাত ফেরে’, ‘সালোনি কা সফর’, ‘কোই লট কে আয়া হ্যায়’-এর জন্য পরিচিত। ‘বোম্বে মেরি জান’ এবং ‘ভ্যাকসিন ওয়ার’-এ তাঁর কাজ প্রশংসিত হয়। কেকে মেননকে বিয়ে করেছেন নিবেদিতা। বর্তমানে সুখী দাম্পত্য কাটাচ্ছেন দু’জন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ভয়ঙ্কর’ ভিলেনদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই ৪ বিখ্যাত অভিনেত্রী, কেমন জীবন কাটাচ্ছেন তাঁরা?
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement