হিমাচল প্রদেশে ত্রিশঙ্কুর ইঙ্গিত, প্রভাব ফেলতে পারল না আপ
- Published by:Satabdi Adhikary
Last Updated:
হিমাচলে ত্রিশঙ্কু অবস্থার দিকে ইঙ্গিত দিচ্ছে নিউস এক্স এবং পি মার্কের বুথ ফেরত সমীক্ষা
#নয়াদিল্লি: হিমাচল প্রদেশে জোর টক্কর বিজেপি-কংগ্রেসের। ফলাফল ত্রিশঙ্কু হওয়ার দিকেই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। বেশির ভাগ রিপোর্টে সামান্য আসনে হলেও গেরুয়া শিবিরকে এগিয়ে রাখা হয়েছে। তবে, বিজেপির ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। তবে, সমীক্ষা বলছে, হিমাচলের ভোটে তেমন কোনও ফ্য়াক্টর হতে পারছে না কেজরিওয়ালের আপ।
হিমাচলে ত্রিশঙ্কু অবস্থার দিকে ইঙ্গিত দিচ্ছে নিউস এক্স এবং পি মার্কের বুথ ফেরত সমীক্ষা। নিউস এক্সের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, হিমাচলে বিজেপি পেতে চলছে ৩২ থেকে ৪০টি আসন। ২৭ থেকে ৩৪ টি পেতে পারে কংগ্রেস। অন্যদিকে, পি মার্ক বলছে বিজেপির ঝুলিতে আসবে ৩৪ থেকে ৩৯ টি আসন। কংগ্রেসের আসন ঘোরাফেরা করবে ২৭ থেকে ৩৩ এর মধ্যে। তবে এর মধ্যেও অনেকেই মনে করছে হিমাচলে ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি।
advertisement
advertisement

অন্যদিকে, এই সমস্ত অন্যান্য এক্সিট পোলে রিপোর্টের সম্পূর্ণ বিপরীতে গিয়ে হিমাচলে কংগ্রেসকেই এগিয়ে রেখেছে ইন্ডিয়া টু ডে- মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা। এই রিপোর্ট অনুযায়ী, ৪৪ শতাংশ ভোট শেয়ার পাচ্ছে কংগ্রেস। হিমাচলের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে মহিলা ভোটার। সমীক্ষায় শহরাঞ্চলে যেমন কংগ্রেসের প্রভাব চোখে পড়েছে, তেমনই এই সমীক্ষা বলছে হিমাচলে গরিবদের ভোট গিয়ে পড়েছে পদ্মের ঝুলিতে।
advertisement
জি সার্ভে, জন কি বাত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে, ৬৮ আসনের বিধানসভায় ৩০ আসন জিততে পারে মোদি-শাহের বিজেপি। জি-র সমীক্ষা অনুযায়ী, ৩৫-৪০টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। জন কি বাতের সমীক্ষা অনুযায়ী, ৩২ থেকে ৪০ আসনের মধ্যে থাকবে এই সংখ্যা।
গত ৪০ বছর ধরেই হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে শাসক বিরোধী প্রভাব চোখে পড়েছে। এবারও কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে, নাকি হিমাচলের মসনদ ধরে রাখতে পারবেন জেপি নাড্ডারা, পরিষ্কার হবে ৮ তারিখই।
Location :
First Published :
December 05, 2022 7:51 PM IST