Suvendu Adhikari: শাহি সভার দিনেই উত্তরবঙ্গে আজ জোড়া সভা শুভেন্দু অধিকারীর

Last Updated:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে সভার দিনেই আজ উত্তরবঙ্গে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে আজ, বুধবার জোড়া সভা করবেন শুভেন্দু।

শাহি সভার দিনেই উত্তরবঙ্গে আজ জোড়া সভা শুভেন্দু অধিকারীর
শাহি সভার দিনেই উত্তরবঙ্গে আজ জোড়া সভা শুভেন্দু অধিকারীর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, জলপাইগুড়ি: লোকসভা ভোটে পদ্মের নজরে উত্তরবঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে সভার দিনেই আজ উত্তরবঙ্গে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে আজ, বুধবার জোড়া সভা করবেন শুভেন্দু।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে এর আগেও উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন শুভেন্দু। নিশানা করেছেন নিজের পুরনো দল তৃণমূলকে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে বিজয় সংকল্প সভা করছে গেরুয়া শিবির। রাজ্য স্তরের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব এমনকী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ অনেক হেভিওয়েটরাই অংশ নিচ্ছেন সেই সভায়। বিজেপির সেই বিজয় সংকল্প সভায় আজ, বুধবার প্রথমে জলপাইগুড়ির মালবাজার এবং দলীয় প্রার্থীর সমর্থনে দ্বিতীয় সভায় রাজগঞ্জে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। ভোট প্রচারে এর আগে কোচবিহারে নিশীথ প্রামানিক, আলিপুুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা-সহ উত্তরের একাধিক বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেছেন শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
সব মিলিয়ে ভোটে এখন সরগরম উত্তর। বলা বাহুল্য, গতবার লোকসভা নির্বাচনে উত্তরের ফল ধরে রাখতে যেমন মরিয়া পদ্ম শিবির, তেমনি ভোট প্রচারে এক ইঞ্চি বিজেপিকে জায়গা ছাড়তে রাজি নয় শাসক শিবির। যদিও উত্তরের ফলাফলের উত্তর দেবে আগামী চার জুন।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Suvendu Adhikari: শাহি সভার দিনেই উত্তরবঙ্গে আজ জোড়া সভা শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement