Udayan Guha: ভোটের সকালেই 'স্বমূর্তি' ধরছে কোচবিহার! দিকে-দিকে অশান্তি, আসরে নামলেন উদয়ন গুহ

Last Updated:

Udayan Guha: জানা গিয়েছে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে বৃহস্পতিবার রাতে তৃণমূলের বাহিনী দ্বারা ‘আক্রান্ত’ হন বিজেপি নেতা লব সরকার।

কোচবিহারে অশান্তি শুরু
কোচবিহারে অশান্তি শুরু
কোচবিহার: আজ দেশজুড়ে প্রথম দফার নির্বাচন। বাংলায় তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু এরই মধ্যে কোচবিহারে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। আসরে নেমেছেন তৃণমূল নেতা উদয়ন গুহ। বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। পাল্টা অভিযোগ তুলেছে বিজেপিও।
জানা গিয়েছে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে বৃহস্পতিবার রাতে তৃণমূলের বাহিনী দ্বারা ‘আক্রান্ত’ হন বিজেপি নেতা লব সরকার। এমনই অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি ছিনতাই করে নেওয়া হয় তাঁর বাইক-সহ টাকাপয়সা। আহত অবস্থায় ওই বিজেপি কর্মী কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
এদিকে, তৃণমূলের দাবি, শুক্রবার সকালের সংঘর্ষে তাদেরও এক কর্মী আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ, সকাল থেকেই তাদের বুথ এজেন্টদের বসতে বাধা দেয় বিজেপি। বাধা দিতে গেলে নাকি মারধর করে বিজেপির গুন্ডারা। কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।
advertisement
উদয়ন গুহ বলেন, ”দিনহাটা ব্লক টু-তে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির নেতা৷ তার কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আছে৷ সেই নিরাপত্তাবাহিনী নিয়ে, দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, এটা বেআইনি৷ নেতার নাম অরণীকান্ত বর্মণ৷”
এদিকে, কোচবিহারের একটি বুথে পর্যাপ্ত আলো না থাকার অভিযোগ। যার জেরে টর্চ নিয়ে ভোট দিতে হয় ভোটারদের। পরে অবশ্য ইলেক্ট্রিশিয়ান এসে আলোর ব্যবস্থা করেন। শীতলকুচিতেও তৃণমূলের উপর আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Udayan Guha: ভোটের সকালেই 'স্বমূর্তি' ধরছে কোচবিহার! দিকে-দিকে অশান্তি, আসরে নামলেন উদয়ন গুহ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement