TMC Candidate: মারাত্মক দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার! গাড়িতে ধাক্কা অপর গাড়ির, মাথায় আঘাত!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
TMC Candidate: দুর্ঘটনায় কবলে বারাসাতে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রামের দিঘবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
বারাসতঃ দুর্ঘটনায় কবলে বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষদস্তিদার। মধ্যমগ্রামের দিঘবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। একটি প্রাইভেট গাড়ি সরাসরি তাঁর গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে, তাতেই গুরুতর আঘাত পান তিনি। মাথায় গুরুতর চোট লেগেছে বারাসতের বিদায়ী সাংসদের। ইতিমধ্যে বারাসত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
advertisement
আজ বুধবার পার্টি অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন উত্তর ২৪ পরগনার বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। দলীয় সূত্রে খবর, মাথায় চোট পেয়েছেন। এ দিন দুপুরে মধ্যমগ্রামে দিঘবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে যাচ্ছিলেন কাকলি। সেই সময় ঘটনাটি ঘটে।
advertisement
আরও পড়ুনঃ গরমে এল বিরাট স্বস্তির খবর! সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি চলবে উত্তরের ৫ জেলায়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর
কাকলি জানিয়েছেন, বাড়ি থেকে বেরতেই একটা গাড়ি জোরে এসে আমার গাড়িতে ধাক্কা মারে। এত জোরে মারে যার ফলে গাড়ির চারটে দরজাই লক হয়ে গিয়েছিল। মাথায় লেগেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কিছু পরীক্ষা করা হয়েছে সাংসদের আঘাত লাগার জন্য। সিটি স্ক্যান করা হয়েছে। অবস্থা স্থিতিশীল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2024 5:22 PM IST