Lok Sabha Election Result 2024: হ্যাটট্রিকের পরেও কুর্সি দখলে এগিয়ে শতাব্দী, অনুব্রত-গড়ে আবার উড়বে সবুজ আবির? ভোটকেন্দ্রে TMC প্রার্থী

Last Updated:

Lok Sabha Election Result 2024: মঙ্গলবার সকাল ৮টা থেকে বীরভূম লোকসভা কেন্দ্রে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে বীরভূম জেলার সদর শহর সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে।

+
হ্যাটট্রিকের

হ্যাটট্রিকের পরও কুর্সি দখলে এগিয়ে শতাব্দী, অনুব্রত-গড়ে আবার উড়বে সবুজ আবির?

বীরভূম: দীর্ঘ ৭ দফায় লোকসভা নির্বাচনের পর আজ ভোটের ফলাফল ঘোষণা চলছে। পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসন রয়েছে। সেই ৪২টি আসনের মধ্যে কে কত আসনে জয়লাভ করবে, তার প্রতীক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গবাসী।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। প্রসঙ্গত ২০০৯ সাল থেকে দীর্ঘ তিন বারের সাংসদ তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর লোকসভা নির্বাচনের ফলাফলে কোন রাজনৈতিক দল জয়ী হয়, সেই দিকে তাকিয়ে রয়েছে আপামর জনগণ।
advertisement
advertisement
মঙ্গলবার সকাল ৮টা থেকে বীরভূম লোকসভা কেন্দ্রে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে বীরভূম জেলার সদর শহর সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে। সকাল থেকে কড়া পুলিশি প্রহরা এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় শুরু হয়েছে ভোটের গণনা প্রক্রিয়া। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে ভোট গণনা কেন্দ্র পরিদর্শনে এলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায়।
advertisement
ইতিমধ্যেই ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। এবং কয়েক রাউন্ডের ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয় ভোট গণনা শেষে কোন দল শেষ হাসি হাসে।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election Result 2024: হ্যাটট্রিকের পরেও কুর্সি দখলে এগিয়ে শতাব্দী, অনুব্রত-গড়ে আবার উড়বে সবুজ আবির? ভোটকেন্দ্রে TMC প্রার্থী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement