TMC Candidate: মাছ-কাঁকড়া কিনছেন ইনি কে? বারুইপুর বাজারের লোক ছুটে এলেন দেখতে! ভিডিওয় লুকিয়ে আসল চমক
- Reported by:Suman Saha
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
TMC: যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ণী ঘোষ আজকের তিনি বারুইপুর কাছারি বাজার ও বারুইপুর পুরানো বাজারে বিভিন্ন মাছ শাকসবজি কেনেন বাড়ির জন্য...
যাদবপুর: যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ আজকের তিনি বারুইপুর কাছারি বাজার ও বারুইপুর পুরানো বাজারে বিভিন্ন মাছ শাকসবজি কেনেন তার বাড়ির জন্য। তিনি প্রচার শেষে তিনি বাড়ি ফিরে যান। এই সমস্ত মাছ, চিংড়ি দিয়ে তার বাড়িতে রান্না হবে।। সায়নী ঘোষ বারুইপুর কাছারি বাজার বারুইপুর পুরাতন বাজারে জনসংযোগে আসেন। কাছারি বাজার থেকে তেলাপিয়া, চাড়া পোনা, কাঁকড়া, মাগুর ইত্যাদি মাছ কেনেন।
সায়নী ঘোষ জানান, আজ আর বাবাকে বাজারে যেতে হবে না। বাজারে প্রচারের ফাঁকে শাক-সবজি মাছ কিনবেন। সেই মতো তিনি প্রচারে এসে বাজার থেকে মাছ শাকসবজি কিনে নিয়েছেন। এই প্রচন্ড গরমের পারদ বেড়েছে অনেকটাই। গোটা রাজ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। আর এই প্রচন্ড গরমের জন্যে সকাল সকাল নেমে পড়েছেন ভোট ময়দানে জনসংযোগ বৃদ্ধি করতে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ রচনার প্রচারে ঝড় তুললেন দেব! ভোকাল টনিক দিলেন ‘দিদি নম্বর ১’কে, যা বললেন…
এদিন তিনি প্রচারের শেষে বলেন যাদবপুরে একেবারে শেষ দফার ভোট ফলে প্রচারের অনেকটা সময় পাওয়া যাবে। তাতে অনেকটাই সুবিধা হবে । এদিন তিনি বারুইপুর এলাকায় বারুইপুরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সেরে পথ চলতি ও রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু মানুষের সঙ্গে তিনি জনসংযোগ ছাড়েন তার পাশাপাশি তিনি প্রচারের মধ্যে দিয়ে বারুইপুর কাছারি বাজারে বাজারও করে নেন।
advertisement
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 27, 2024 10:49 PM IST







