Lok Sabha Election Results 2024: জোটের বৈঠক শেষে সাক্ষাৎ চন্দ্রবাবু এবং স্ট্যালিনের, নতুন কোনও সমীকরণের ইঙ্গিত?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Lok Sabha Election Results 2024: দিল্লিতে ছিল ইন্ডিয়া এবং এনডিএ জোটের বৈঠক। বৈঠকের পরে অন্ধ্রপ্রদেশের বিজয়ী দল টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে।
নয়াদিল্লি: সোমবারই লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। তাই সরকার গড়ার জন্য শরিক দলগুলির সাহায্য নিতে হবে বিজেপি বা কংগ্রেসকে। সেই নিয়ে দিল্লিতে ছিল ইন্ডিয়া এবং এনডিএ জোটের বৈঠক। বৈঠকের পরে অন্ধ্রপ্রদেশের বিজয়ী দল টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে।
ইন্ডিয়া জোটের শরিক তথা তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। অন্য দিকে এনডিএ জোটের শরিক তথা অন্ধ্রপ্রদেশের আগামী শাসক দল টিডিপি। যদিও ইন্ডিয়া জোটের বৈঠকের শেষে যায় যে ইন্ডিয়া জোট সরকার গড়ার কোনও চেষ্টাই করবে না, বরং বিরোধীদের ভূমিকা পালন করবে। পাশাপাশি চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে পাশে নিয়ে সরকার গড়ার কথা ঘোষণা করে বিজেপি। তাই সরকারকে গড়বে সেই নিয়ে আপাত জল্পনা শেষ হয়েছে বলেই মনে করা হয়েছিল। তার পরেও চন্দ্রবাবুর সঙ্গে স্ট্যালিনের সাক্ষাৎ নতুন জল্পনার ইঙ্গিত কি?
advertisement
advertisement
যদিও সেই জল্পনা উড়িয়ে নিজের এক্স হ্যান্ডল থেকে ছবি পোস্ট করেছেন স্ট্যালিন। সেই সঙ্গে লিখেছেন, “করুণানিধির দীর্ঘ দিনের বন্ধু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা হল। আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছি, সেই সঙ্গে পাশাপাশি দুই রাজ্যের বন্ধন যাতে সুদৃঢ় হয় তার ইচ্ছাপ্রকাশ করেছি”। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, “আমি আশাবাদী যে কেন্দ্রের সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে আমাদের অধিকারের জন্য প্রশ্ন তুলবেন”।
advertisement
অর্থাৎ স্ট্যালিন এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎই বলেছেন, কিন্তু বাস্তবে জোট রাজনীতি কোথায় দাঁড়ায় তার উত্তর সময়ই দেবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2024 11:52 PM IST

