Shiv Sena Crisis: ফিরছেন না উদ্ধব, বিধানসভায় শক্তি যাচাইয়ে রাজ্যপালের সিদ্ধান্ত ভুল, রায় সুপ্রিম কোর্টের

Last Updated:
মুম্বাই  মহারাষ্ট্রে উদ্ধব-শিণ্ডে তরজার মামলায় সুপ্রিম কোর্টের রায়ে আর মুখ্যমন্ত্রীর পদে ফিরতে পারছেন না উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ের পর এমনই সিদ্ধান্তে আসছে রাজনৈতিক মহল। ১৫ জন বিধায়ককে নিয়ে একনাথ শিণ্ডে অন্তর্ধানের পর উদ্ধব সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিধানসভায় শক্তি পরীক্ষার আয়োজন করেছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারি। কিন্তু সেই পদক্ষেপ বৈধ ছিল না। সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছিলে রাজ্যপাল। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এমন সিদ্ধান্তের কথাই জানেইনিয়েছে।
কিন্তু ওই রায় উদ্ধব গোষ্ঠীর পক্ষে বড় একটা স্বস্তিদায়ক হল না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে,রাজ্যপাল কোশিয়ারি বিধানসভায় যে শক্তি পরীক্ষার আয়োজন করেছিলেন তার আগেই ইস্তফা দিয়েছিলেন উদ্ধব ঠাকরে। তাই তাঁকে মুখ্যমন্ত্রীর পদে পুনর্বহাল করা যেতে পারে না। যার অর্থ আপাতত একনাথ শিণ্ডেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী গদিতে থাকছেন।
advertisement
একইসঙ্গে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, শিণ্ডে সহ ১৬ জন বিধায়কের সদস্য পদ খারিজের ব্যাপারে আদালতের আর কিছুই করার নেই। আদালতে ওই ব্যাপারে যে পিটিশন জমা পড়েছে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার। এই রায়ের পর অন্তত শিণ্ডে  সরকারের আপাতত সংকট আর থাকছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
মহারাষ্ট্রে শিণ্ডে এবং উদ্ধব গোষ্ঠীর মধ্যে টানাপোড়েনের জেরে সুপ্রিম কোর্টে চলা দীর্ঘমেয়াদি মামলায় বৃহস্পতিবার আদালত জানিয়েছে, বিধানসভায় উদ্ধব সরকার সংখ্যাগরিষ্ঠতা খুইয়েছেন বলে যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রাজ্যপাল, সেটি ভুল পদক্ষেপ ছিল। কারণ সে সময়ের প্রধান বিরোধী দলের নেতা দেবেন্দ্র ফড়ণবিশ বা অন্য কোন দলের তরফে অনাস্থা প্রস্তাব আনেনি। তারপরেও রাজ্যপালের এই পদক্ষেপ আইনসম্মত নয়।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Shiv Sena Crisis: ফিরছেন না উদ্ধব, বিধানসভায় শক্তি যাচাইয়ে রাজ্যপালের সিদ্ধান্ত ভুল, রায় সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement