Shatrughan Sinha: ১১ কোটি টাকা ধার! তাহলে সম্পত্তি কত? এই তৃণমূল প্রার্থী সম্পদে চোখ কপালে উঠবে

Last Updated:

Shatrughan Sinha: তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন মেয়ের কাছেই ধার করেছেন ১১ কোটি! তার মোট সম্পত্তির পরিমাণ জানেন?

ভোট প্রচারে শত্রুঘ্ন সিনহা।
ভোট প্রচারে শত্রুঘ্ন সিনহা।
আসানসোল: রাজ্যের ৪২ লোকসভা আসনের মধ্যে তিনি অন্যতম নজরকাড়া প্রার্থী। যে কেন্দ্র থেকে দু’বার বিজেপি প্রার্থী জয় লাভ করে মোদি মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন, সেই কেন্দ্র তিনি উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছেন। তৃণমূল প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছিল সবার আগে। তিনি আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
আগামী ১৩ মে চতুর্থ দফায় আসানসোল লোকসভা কেন্দ্রে সম্পন্ন হবে নির্বাচন। কিন্তু এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আসলে কত টাকার মালিক? একদা বলিউড কাঁপানো এই অভিনেতার কি কি সম্পত্তি রয়েছে? হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী চমকে দেওয়ার মত সম্পত্তি রয়েছে শত্রুঘ্ন সিনহার কাছে।
নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী বছরে কোটি টাকা আয় করেন শত্রুঘ্ন সিনহা। আবার শুধুমাত্র বিহারীবাবু নন, তার স্ত্রীও কোটি টাকা উপার্জন করেন। হলফনামার তথ্য অনুযায়ী আসানসোলের সাংসদের নামে কোনও থানায় কোনও অভিযোগ নেই। নেই কোনও মামলা। তবে সম্পত্তি রয়েছে চমকে দেওয়ার মত। রয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। রয়েছে একাধিক গাড়ি। আবার অন্যদিকে কোটি টাকা আয় করলেও, মেয়ের কাছে বড় অংকের ধার করেছেন আসানসোলের সাংসদ। তাঁর স্ত্রী পুনম সিনহাও বড় অংকের টাকা ধার করেছেন মেয়ের কাছে।
advertisement
advertisement
প্রথমেই দেখে নিন বিগত পাঁচ বছরে শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী মোট কত আয় করেছেন। তথ্য অনুযায়ী শত্রুঘ্ন সিনহা ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত প্রতিবছর যা রোজগার করেছেন, তা হল যথাক্রমে ৯৭ লক্ষ ৪২ হাজার ৪৫০ টাকা, ৮৯ লক্ষ ৯১ হাজার ২১০ টাকা, ৫৮ লক্ষ ৫২ হাজার ৮৯০ টাকা, ৭৩ লক্ষ ৯০ হাজার ৯০ টাকা এবং ১ কোটি ৪০ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা। এই পাঁচ অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহার স্ত্রী যথাক্রমে রোজগার করেছেন ১ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৩৮০ টাকা, ১ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার ৬৩০ টাকা, ১ কোটি ৫৫ লক্ষ ৪২ হাজার ৬০ টাকা, ১ কোটি ৩৭ লক্ষ ৫২ হাজার ২৩০ টাকা এবং ১ কোটি ২১ লক্ষ ৭২ হাজার টাকা।
advertisement
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, শত্রুঘ্ন সিনহার কাছে এই মুহূর্তে নগদ রয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৯৯০ টাকা। যা গত ৩১ মার্চ পর্যন্ত হিসাব দেওয়া হয়েছে। অন্যদিকে তার স্ত্রীর কাছে রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৮৭ টাকা। মোট ১৪ টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আসানসোলের বিদায়ী সাংসদের। মুম্বই, পাটনা, দিল্লি এবং আসানসোল – এই চার জায়গার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার। অন্যদিকে তার স্ত্রীর রয়েছে মোট ন’টি ব্যাংক অ্যাকাউন্ট । ১৪ টি ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে শত্রুঘ্ন সিনহার গচ্ছিত টাকার পরিমাণ ৩ কোটি ৯৭ লাখ, ৬৭৫৭৩ টাকা। যার মধ্যে সবথেকে বেশি টাকা রয়েছে মুম্বইয়ে অবস্থিত একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে। যেখানে গচ্ছিত রয়েছে ১ কোটি ৩৭ লক্ষ ৬৮ হাজার ৮৪৪ টাকা। অন্যদিকে শত্রুঘ্ন সিনহা আসানসোলে একটি ইলেকশন অ্যাকাউন্ট রয়েছে। যেখানে গচ্ছিত রয়েছে মাত্র ৪৯৮২টাকা। অন্যদিকে তার স্ত্রী পুনম সিনহার মোট ন’টি অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ২৪ হাজার ১৮১ টাকা।
advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত টাকার পরিমাণ দেখে অবাক হলে, আপনাকে জানিয়ে রাখি তালিকা এখনও অনেক বড়। কারণ ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও বিভিন্ন শেয়ারে টাকা বিনিয়োগ করেছেন শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী।সম্পত্তির বর্তমান বাজার মূল্য চমকে দেওয়ার মত। এছাড়াও একাধিক নামী গাড়ি রয়েছে শত্রুঘ্ন সিনহার নামে। বড় পরিমাণে রয়েছে সোনা সহ একাধিক মূল্যবান ধাতু। তাদের দুজনের ১৭ টি ও ৩২ টি শেয়ারে বিনিয়োগ রয়েছে। এছাড়াও লোন ও অ্যাডভান্সের ক্ষেত্রে রয়েছে বড় বড় তালিকা।
advertisement
শত্রুঘ্ন সিনহার অ্যাম্বেসেডর থেকে শুরু করে অত্যাধুনিক গাড়ি মিলিয়ে মোট পাঁচটি গাড়ি রয়েছে। পাঁচটি গাড়ি মিলিয়ে যার সার্বিক বাজার মূল্য বর্তমানে প্রায় কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে তার স্ত্রীর রয়েছে মার্সিডিজ বেঞ্জ এর একটি গাড়ি। যার বাজার মূল্য ৪৮ লক্ষ টাকার বেশি। এছাড়াও শত্রুঘ্ন সিনহার মূল্যবান ধাতুর অলংকার (সোনা অথবা রুপো) রয়েছে ৩ কেজি ৮৯০ গ্রাম। তার স্ত্রীর রয়েছে ২ কেজি ৬ গ্রামের। পাশাপাশি বহু মূল্যবান পাথর রয়েছে। যেগুলির মূল্য লক্ষ লক্ষ টাকা। আর এই সমস্ত কিছু মিলিয়ে শত্রুঘ্ন সিনহার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৯৩ লক্ষ ৫২ হাজার ৯৫০ টাকা। শত্রুঘ্ন সিনহার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৪০ লক্ষ ৮৬ হাজার ৯৪৮ টাকা।
advertisement
তবে, শত্রুঘ্ন সিনহার নামে অচাষযোগ্য কোনও জমি নেই। কিন্তু তার স্ত্রীর নামে বিপুল পরিমাণে অচাষযোগ্য জমি রয়েছে। অচাষযোগ্য জমি না থাকলেও আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার নামে বিভিন্ন জায়গায় মোট ছটি ফ্ল্যাট রয়েছে। শত্রুঘ্ন সিনহার নামে চাষযোগ্য রয়েছে অনেকটাই। যার আনুমানিক বর্তমান বাজার মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। শত্রুঘ্ন সিনহার নামে থাকা ছয়টি রেসিডেন্টিয়াল বিল্ডিং এর মধ্যে তার মুম্বাইয়ের জুহুতে একটি ফ্ল্যাট রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৮৮ কোটি টাকা। সবমিলিয়ে ১২২ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তার। তার স্ত্রীর নামে রয়েছে তিনটি ফ্ল্যাট। তার স্ত্রীর নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৭ কোটি ১৬ লক্ষ ১ হাজার ৭৪০ টাকা।
advertisement
আসানসোলের তৃণমূল প্রার্থীর সম্পত্তির তালিকা বেশ লম্বা। বহু জায়গায় বিনিয়োগ রয়েছে তার। দেশের নামিদামি জায়গায় রয়েছে ফ্ল্যাট। সবমিলিয়ে স্থাবর সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতো। এছাড়াও তিনি যে সমস্ত গাড়িগুলি ব্যবহার করেন, তার সার্বিক বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি। সব ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে তার কাছে রয়েছে কোটি কোটি টাকা। কিন্তু এহেন তৃণমূল প্রার্থীর রয়েছে বড় অংকের ধার। আর সেই ঋণ তিনি করেছেন নিজের মেয়ে কাছে।
বলিউডের দাবাং গার্ল অর্থাৎ শত্রুঘ্ন সিনার মেয়ে সোনাক্ষী সিনহার কাছেই ধার নিয়েছেন তিনি। মেয়ের কাছে থেকে তার ঋণের পরিমাণ ১১ কোটি ৫৮ লক্ষ ৮০ হাজার ৩২৪ টাকা। মেয়ের কাছে ঋণ নিয়েছেন তার মা অর্থাৎ শত্রুঘ্ন সিনার স্ত্রী পুনম সিনহাও। সোনাক্ষী সিনহার কাছে পুনম দেবীর ঋণের পরিমাণ ৪ কোটি ৭৭ লক্ষ ৯১ হাজার ১৬২ টাকা। সব মিলিয়ে শত্রুঘ্ন সিনহার ১১ কোটি ৬২ লক্ষ ১০ হাজার ৩২৪ টাকা ঋণ রয়েছে। তার স্ত্রীর ঋণ রয়েছে পাঁচ কোটি ৯৩ লক্ষ্য ৫৯ হাজার ২৫০ টাকা। এছাড়াও সরকারের কাছে বেশ কিছু বাকি রয়েছে এই তৃণমূল প্রার্থীর। জিএসটি বাবদ ৩৬ হাজার টাকা বাকি রয়েছে শত্রুঘ্ন সিনহার। অন্যদিকে তার স্ত্রীর জিএসটি বাবদ বাকি রয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ১৩৬ টাকা।
আসানসোলের এই তারকা প্রার্থী কোটি কোটি টাকার সম্পত্তির কথা তো জানলেন কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা কতদূর জানেন? নিজের সর্বোচ্চ শিক্ষকতা সম্পর্কে ফলকনামায় তথ্য দিয়েছেন আসানসোলের তৃণমূল প্রার্থী। ফলকনামা অনুযায়ী শত্রুঘ্ন সিনহা পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে ১৯৬৭ সালে স্নাতক হয়েছেন। বর্তমানে তার বয়স ৭৭ বছর। এই রাজনীতিবিদ একটা সময় বলিউড কাঁপিয়েছেন। তার মুখের ডায়লগ এখনও অনেকের মুখে মুখে ঘোরে। ১৯৯৬ সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন শত্রুঘ্ন সিনহা। প্রথমে তিনি পদ্ম প্রতীকের হয়ে লড়াই করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন পাটনা সাহিব থেকে। পরবর্তীকালে তিনি কংগ্রেসে নাম লেখান। তারপর যোগ দেন ঘাসফুল শিবিরে। ২০২২ সালে তিনি আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। আর এই লোকসভা নির্বাচনেও তার উপর ভরসা রেখেছে তৃণমূল। প্রার্থী হিসেবে তৃণমূল সবার আগে তার নাম ঘোষণা করেছিল।
—- নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Shatrughan Sinha: ১১ কোটি টাকা ধার! তাহলে সম্পত্তি কত? এই তৃণমূল প্রার্থী সম্পদে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement