Gujarat Assembly Elections: দ্বিতীয় দফায় আজ গুজরাতে ৯৩ আসনে নির্বাচন, ভোট দেবেন মোদি-শাহও
- Published by:Debamoy Ghosh
Last Updated:
দ্বিতীয় দফার এই ভোটে লড়ছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও৷ আহমেদাবাদের ঘাটলোডিয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি৷
#আহমেদাবাদ: দ্বিতীয় দফায় গুজরাতের ৯৩টি আসনের ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ আজ মূলত মধ্য এবং উত্তর গুজরাতে ভোট গ্রহণ হবে৷
এ দিন আহমেদাবাদের ১৬টি আসনেও ভোট রয়েছে৷ যে আসনগুলি শাসক দল বিজেপি-র কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ১৯৯০ সাল থেকেই এই আসনগুলিতে প্রভাব বজায় রেখেছে গেরুয়া শিবির৷
advertisement
গত বিধানসভা নির্বাচনে আহমেদাবাদের এই ১৬টি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছিল কংগ্রেস৷ ২০১২ সালের নির্বাচনে যে সংখ্যাটা ছিল ২৷ এবার আবার কংগ্রেসের পাশাপাশি বিজেপি-র প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি৷ তারাও আহমেদাবাদের এই ১৬টি আসনে প্রার্থী দিয়েছে৷
advertisement
আবার আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত জামালপুর খাদিয়া আসনটিতে কংগ্রেসের হাতের গ্রাস ছিনিয়ে নিতে পারে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম৷ কারণ প্রাক্তন কংগ্রেস বিধায়ক সাবির কাবলিওয়ালা এবার এই আসনটি থেকে এআইএমআইএম-এর প্রার্থী হয়েছেন৷ ২০১২ সালেও কাবলিওয়ালা এই আসনটিতে নির্দল হিসেবে ভোটে লড়ে কংগ্রেসের ভোট কেটেছিলেন৷ ফলে মুসলিম অধ্যুষিত এই আসনেও জয় পেয়েছিল বিজেপি৷
advertisement
দ্বিতীয় দফায় যে ৯৩টি আসনে ভোট হচ্ছে, তার সবকটিতে প্রার্থী দিয়েছে আপ৷ অন্যদিকে ৯০টি আসনে লড়ছে কংগ্রেস৷ তাদের জোটসঙ্গী এনসিপি লড়ছে ২টি আসনে৷
দ্বিতীয় দফার এই ভোটে লড়ছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও৷ আহমেদাবাদের ঘাটলোডিয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি৷ এর পাশাপাশি নজরে রয়েছে আহমেদাবাদের ভিরামগাম কেন্দ্রটিও৷ এই আসনে বিজেপি-র টিকিটে লড়ছেন পতিদর হার্দিক প্যাটেল৷ আবার দলিত নেতা জিগনেশ মেওয়ানি কংগ্রেস প্রার্থী হিসেবে বদগাম কেন্দ্র থেকে লড়ছেন৷
advertisement
গুজরাতের প্রায় আড়াই কোটি ভোটারের আজ নিজেদের মতামত জানানোর কথা৷ আগামী ৮ ডিসেম্বর গুজরাত নির্বাচনের ফল ঘোষণা৷
view commentsLocation :
First Published :
December 05, 2022 9:01 AM IST