BJP: ভোটের কৃষ্ণনগরে ফের হাজির গোপাল ভাঁড়! 'মৃত্যু' রহস্য ফাঁস করলেন BJP প্রার্থী রানিমা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Mainak Debnath
Last Updated:
BJP: গোপাল ভাঁড়ের মৃত্যুর পেছনে চক্রান্ত করেছিলেন রাজা, এমনটাই সম্প্রতি বলেছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তারই প্রতিক্রিয়া দিলেন রানি অমৃতা দেবী।
কৃষ্ণনগর: গোপাল ভাঁড়ের মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে, তা খোলসা করলেন কৃষ্ণনগরের রানি, বিজেপি প্রার্থী অমৃতা রায়। সম্প্রতি কৃষ্ণনগরের একটি মেলার উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম না করে বলেছিলেন, ‘গোপাল ভাঁড়কে হত্যা করার জন্য সবচেয়ে বেশি চক্রান্ত করেছিলেন আমাদের রাজা’।
মন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচনী ভোট প্রচারের সময় আসন্ন বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘অনেকেই অনেক কিছু বলে। সব গায়ে মাখলে চলে না, ওরা ফুটেজ পেতে হয়তো চাইছে এ সব বলে। কারণ আমার তো জানা নেই, গোপাল ভাঁড়কে শেষ করা হয়েছে বা অন্য কিছু। এখানে ওনার কাছে যদি তথ্য থাকে উনি বের করুন, তারপর তো কথাটা বলবেন। আর আমি ফ্যামিলি হয়ে যতটা জানব, উনি তো তার থেকে বেশি জানতে পারেন না। তাহলে আমি ধরে নেব উনি অন্ধকারে ঢিল মেরেছেন।”
advertisement
আরও পড়ুনঃ চরম গরমে তোলপাড় বৃষ্টি! অঝোর বৃষ্টিতে ভিজবে বাংলা, কোন কোন জেলা ভাসবে? এল আপডেট
নির্বাচনী ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়, ঘুরলেন বিভিন্ন এলাকা, ভোট আবেদন করলেন মানুষের কাছে। সমস্ত রাজনৈতিক জল্পনা উড়িয়ে লাগাতার ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। সকালে তিনি রাজবাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগর আমিনবাজারের পৌঁছন তিনি। সেখানে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা করেন, এরপর বিভিন্ন বাজার রাস্তাঘাট-সহ একাধিক এলাকায় গিয়ে ভোট আবেদন করেন সাধারণ মানুষের কাছে।
advertisement
advertisement
তবে একটা সময় গিয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া রানি মায়ের সঙ্গে কারও দেখা হত না। কিন্তু নির্বাচনে তার নাম ঘোষণা হওয়ার পরে তিনি জনসমক্ষে বেরিয়ে আসেন। আর রাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান রাজবধূকে একবার দেখার জন্য স্বাভাবিক ভাবেই মানুষের মধ্যে এক অন্য অনুভূতি থেকেই যায়। ভোট প্রচারের মধ্যে দিয়ে অমৃতা রায় বলেন, তিনি ভোটে দাঁড়ানোর পর থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক প্রার্থীরা তাকে বিভিন্ন ভাষায় মন্তব্য করছেন, কিন্তু সেই জল্পনা তিনি উড়িয়ে দিচ্ছেন। তিনি আশাবাদী লোকসভা নির্বাচনে মানুষের রায়ে তিনি জয়ী হবেন।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2024 5:26 PM IST