Lok Sabha Election 2024: ভোট উৎসবের শোভাযাত্রায় স্থান পেল হারিয়ে যেতে বসা এই শিল্প
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমার মন্ডলের প্রচারের শোভাযাত্রায় দেখা মিলেছে তাসা পার্টি সঙ্গে বাংলার বিলুপ্ত প্রায় শিল্প রণপা।
দক্ষিণ ২৪ পরগনা: বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ভোটের প্রচার জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমার মন্ডলের।আর এই প্রচারে শোভাযাত্রায় দেখা মিলেছে তাসা বাজিয়ে বিভিন্ন বেলুনের প্লাকার্ড তার সঙ্গে প্রচারের মূল আকর্ষণ ছিল রণপা। মূলত এই রণপা আগেকার দিনে বেশি ব্যবহার করা হতো ডাকাতি করার সময়। জোরে যাওয়ার জন্য এই ধরনের রণপা ব্যবহার করত। তবে এখন তা বিলুপ্তর পথে তবে এখন এই রণপা বিভিন্ন বিনোদনের কাজে ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: খোল-করতাল নিয়ে ভোট প্রচারে তৃণমূল
আর সেই মতো জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারে দেখা মিলল এই রণপা। হাতে আর মাত্র কয়েকটা দিন, শেষ দফার নির্বাচনে ভোট হবে জয়নগর লোকসভা কেন্দ্রে। নির্বাচন ঘোষণার পর থেকেই ভোটের প্রচারে নেমেছেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল। যত দিন যাচ্ছে ততই প্রচারে ভিড় বাড়ছে, জন সমর্থন বাড়ছে বলে দাবি প্রতিমার। এবারে জয়ের মার্জিন আরও বাড়বে বলেই দাবি করেছেন তিনি।
advertisement
advertisement
বিজেপি মানুষকে ধাপ্পা দিচ্ছে, সি এ এ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার নকল করে ৩ হাজার টাকার ভাতা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষ এসবের যোগ্য জবাব দেবেন বলেই জানান প্রতিমা। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের খিরিশতলা থেকে বহিরবেনা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ভোটের প্রচার করেন প্রতিমা। সঙ্গে ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সহ ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 4:47 PM IST