Rahul Gandhi Lok Sabha Election: ভোটের মাঝেই বিরাট চমক রাহুল গান্ধির! এমন আসনে লড়তে চললেন, হাওয়া ঘুরে গেল ওই দিকেই

Last Updated:

Rahul Gandhi Lok Sabha Election: ২০১৯ সালে অমেঠীতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধি।

মায়ের আসনে লড়বেন রাহুল
মায়ের আসনে লড়বেন রাহুল
নয়াদিল্লি:‌ অমেঠী নয়, শেষমেশ সনিয়া গান্ধির লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে লোকসভা ভোটে লড়ছেন রাহুল গান্ধি। দীর্ঘ জল্পনার পর শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়। শুক্রবারই রায়বরেলি থেকে মনোনয়ন জমা দেবেন রাহুল। কেরলের ওয়ানাডের পাশাপাশি মা সনিয়া গান্ধির কেন্দ্র রায়বরেলি থেকে এবার লড়তে দেখা যাবে পুত্র রাহুলকে। কংগ্রেস সূত্রে খবর, এবারের ভোটেও প্রিয়াঙ্কা গান্ধি লড়তে চাননি। তিনি লড়লে হয়ত সমীকরণ অন্য রকম হত। কিন্তু এবার রাহুলই রায়বরেলিতে কংগ্রেসের তুরুপের তাস।
প্রসঙ্গত, ২০১৯ সালে অমেঠীতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধি। এবার অমেঠী থেকে প্রার্থী করা হয়েছে গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট অমেঠী এবং রায়বরেলিতে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন।
advertisement
advertisement
তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণার দিনই মনোনয়ন পেশ করতে চলেছেন রাহুল এবং কিশোরীলাল। অপরদিকে, অমেঠী থেকে এবারও প্রার্থী হয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। তিনি ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়েছেন। আর রায়বরেলিতে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে।
advertisement
এ প্রসঙ্গে জানিয়ে রাখা যাক, রায়বরেলিই উত্তরপ্রদেশের একমাত্র আসন যেখানে ২০১৯ সালের লোকসভা ভোটে জিতেছিল কংগ্রেস। সেখানে সনিয়া গান্ধি জয়ী হলেও এবার বয়স ও শারীরিক অসুস্থতার কারণেই লোকসভা ভোটে প্রার্থী হননি সনিয়া। তিনি এখন রাজ্যসভার সাংসদ। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, মায়ের ছেড়ে আসা আসনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধি। কিন্তু প্রিয়াঙ্কা এবার লোকসভার লড়াইয়ে নামতে রাজি হননি। ফলে রাহুলই এবার মায়ের ছেড়ে আসা আসন থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rahul Gandhi Lok Sabha Election: ভোটের মাঝেই বিরাট চমক রাহুল গান্ধির! এমন আসনে লড়তে চললেন, হাওয়া ঘুরে গেল ওই দিকেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement