Madhyamik Result: মাধ্যমিকে ফেল, নিজেদের জীবনই শেষ করে দিল দুই ছাত্রী! ঘটনা জানলে শিউরে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Madhyamik Result: জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রতিমা।
শান্তনু কর, জলপাইগুড়ি: মাধ্যমিকের ফল প্রকাশের দিনেই মর্মান্তিক ঘটনা। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল জলপাইগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকায়। মৃত ছাত্রীর নাম প্রতিমা প্রধান।
জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রতিমা। মা গীতা প্রধান জানান,পাশ করতে না পেরে মানসিক ভাবে ভেঙে পড়েছিল প্রতিমা। নানা ভাবে বোঝানোর চেষ্টা করছিলেন তিনি। বিকেলে একটু চোখের আড়াল হতেই দুর্ঘটনা ঘটিয়ে বসে মেয়ে। রান্নাঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
এদিকে, মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় অস্বাভাবিক মৃত্যু আরও এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় মল্লিকা বর্মন নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মাথাভাঙ্গা শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবিজি কুটা গ্রামে।
প্রতিবেশী মিঠুন বর্মন বলেন, পরপর তিনবার অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়েই এই পথ বেছে নিয়েছে বলে মনে করছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 9:34 AM IST