Rachana Banerjee former husband: তৃণমূলের বাজি রচনা, প্রাক্তন স্বামী সিদ্ধান্ত উল্টো পথে! বিরাট চমক দিল বিজেপি

Last Updated:

এক সময় ওড়িয়া এবং বাংলা ছবির হিট জুটি ছিল সিদ্ধান্ত এবং রচনার৷ শোনা যায়, অভিনয়ের সূত্রেই দু জনের সম্পর্কে প্রেমে গড়ায়৷

রচনা বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধান্ত মহাপাত্র৷
রচনা বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধান্ত মহাপাত্র৷
নয়াদিল্লি: তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম৷ দিদি নম্বর ওয়ান খ্যাত অভিনেত্রীকে হগলি কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল৷ লোকসভা নির্বাচনে একদিকে যখন বিজেপির হাতে থাকা হুগলি আসনটি ছিনিয়ে নিতে তৃণমূলের বাজি রচনা, অন্যদিকে দিল্লিতে বড় চমক দিল পদ্ম শিবিরও৷ রচনার প্রাক্তন স্বামী ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র এ দিন যোগ দিলেন বিজেপিতে৷
তবে রচনা রাজনীতিতে নতুন পা রাখলেও সিদ্ধান্ত অবশ্য অনেক দিন ধরেই রাজনীতিতে রয়েছেন৷ ওড়িশার শাসক দল বিজেডি-র দু’ বারের সাংসদও ছিলেন সিদ্ধান্ত৷ এবার দলবদল করে বিজেপিতে যোগ দিলেন তিনি৷ বিজেপিতে যোগ দিয়ে সিদ্ধান্ত বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন উন্নয়নকে ওড়িশাতেও আনতে হবে৷’
advertisement
advertisement
এ দিন সিদ্ধান্তের পাশাপাশি কটকের ছ’ বারের বিজেডি সাংসদ ভরত্রুহরি মেহতাবও বিজেপিতে যোগ দিয়েছেন৷ প্রসঙ্গত লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই ওড়িশায় বিধানসভা নির্বাচনও হবে৷ বিধানসভা নির্বাচনের আগে নবীন পট্টনায়কের দল বিজেডি-তে বড়সড় ভাঙন ধরিয়েছে বিজেপি৷
এক সময় ওড়িয়া এবং বাংলা ছবির হিট জুটি ছিল সিদ্ধান্ত এবং রচনার৷ শোনা যায়, অভিনয়ের সূত্রেই দু জনের সম্পর্কে প্রেমে গড়ায়৷ গোপনে সিদ্ধান্ত এবং রচনা বিয়ে করেন বলেও একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়৷ যদিও প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা দু জনের কেউ কখনও স্বীকার করেননি৷ পরে দু জনের বিচ্ছেদও হয়ে যায় বলে খবর৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rachana Banerjee former husband: তৃণমূলের বাজি রচনা, প্রাক্তন স্বামী সিদ্ধান্ত উল্টো পথে! বিরাট চমক দিল বিজেপি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement