Prashant Kishor: কোথায় আছেন প্রশান্ত কিশোর? রেজাল্টের পর থেকেই তুঙ্গে জল্পনা! উঠে গেল বড় প্রশ্ন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়া তো দূর, একার ক্ষমতায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনও জিততে পারেনি বিজেপি।
কলকাতা: বাংলায় বিজেপির ভোট সম্ভাবনা নিয়ে প্রশান্ত কিশোরের আগাম অনুমান মিলল না। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র নিয়েও তাঁর অনুমান ডাহা ফেল করে গেল। তার ফলে প্রশান্ত কিশোরের বিশ্বাসযোগ্যতাই বড় প্রশ্নের মুখে পড়ে গেল। প্রশান্ত কিশোর বারবার বলেছেন, একার ক্ষমতায় ৪০০-র বেশি না হলেও, ৩০০-র বেশি আসনে বিজেপি-র জয় নিশ্চিত। পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর দল হিসেবে উঠে আসবে বলেও দাবি ছিল তাঁর। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিসেব মেলাতে পারলেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়া তো দূর, একার ক্ষমতায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনও জিততে পারেনি বিজেপি। ২০১৪ এবং ২০১৯ সালের ফলাফলও ছুঁতে পারেনি তারা। পশ্চিমবঙ্গেও মাত্র ১২ আসনে জয় পেয়েছে বিজেপি। অপরদিকে, তৃণমূলের ঝুলিতে ২৯ আসন।
advertisement
advertisement
লোকসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন- ‘অব কি বার ৪০০ পার’। ভোটের মাঝে পিকে-ও জানান, ৪০০ আসনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও শ’তিনেক আসন বিজেপি ঠিকই পাবে।। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার হিসাব অনুযায়ী বিজেপি আগের বারের সমান আসন পেয়েই ক্ষমতায় ফিরছে। হয়তো সামান্য বেশি কিছু আসন পেতে পারে। পশ্চিম বা উত্তর ভারতে বিজেপির আসন সংখ্যায় খুব বেশি হেরফের হবে বলে মনে হয় না। তাছাড়া পূর্ব এবং দক্ষিণ ভারতে এবার গেরুয়া শিবির বাড়তি সমর্থন পাচ্ছে।”
advertisement
পিকের দাবি ছিল, তেলেঙ্গানা, অন্ধ্র, কেরল এবং তামিলনাড়ুতে বিজেপি নিজেদের উপস্থিতি এবার প্রবলভাবে জানান দিচ্ছে গেরুয়া শিবির। এমন পূর্বাভাসের কারণ কী? পিকের জবাব ছিল, “মোদি সরকারের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে, এমন কথা দেশের কোনও প্রান্ত থেকেই শুনিনি।” কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রশান্তের ভবিষ্যদ্বাণী ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে দিল। কিন্তু ভোটের ফলাফলের পর থেকে আর প্রশান্ত কিশোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2024 2:36 PM IST