TMC: মানুষের 'মন' বুঝে ফেলেছে তৃণমূল, এবার বিরাট পরিকল্পনা! আরও চাপে পড়বে বিজেপি?

Last Updated:

TMC: দলীয় সূত্রে খবর, এর ফল তৃণমূল কংগ্রেস পায় পঞ্চায়েত ভোটে।

আসরে নামছে তৃণমূল
আসরে নামছে তৃণমূল
কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে লোকসভায় প্রথম থেকেই সরব হবে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস মনে করছে মানুষের কাছে পৌঁছে যাওয়া গেছে। আগামিদিনেও এই ইস্যুতে প্রচারের ঝাঁঝ বাড়াতে চায় তারা। নবজোয়ার কর্মসূচীতে বেরিয়ে গ্রামের মানুষের মন বুঝেছিল তৃণমূল।
দলীয় সূত্রে খবর, এর ফল তৃণমূল কংগ্রেস পায় পঞ্চায়েত ভোটে। এর পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে দিল্লিতে অভিষেকের আন্দোলন, রাজভবনের সামনে ধর্ণা মানুষের কাছে যেতে তাদের সাহায্য করেছে। তাই ২০২৬’কে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে এবার প্রথম থেকেই আন্দোলন তীব্রতর করবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সাংসদদের এই বিষয়ে দিল্লিতে তাদের ভূমিকা কী হবে, তা বুঝিয়ে দেবেন দলের দুই শীর্ষ নেতা-নেত্রী।
advertisement
advertisement
এদিকে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণ একরকম চূড়ান্ত। ইতিমধ্যেই শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ-সহ একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, আগামী শুক্রবারই দেশে আসছেন শেখ হাসিনা।
এরইমধ্যে ইন্ডিয়া ও এনডিএ জোটের শরিকদের মধ্যে চলছে চরম তৎপরতা। বুধবার ইন্ডিয়ার বৈঠকের পরে রাতেই সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪৫ মিনিট বৈঠক হয়েছে অভিষেক এবং অখিলেশের। আর তাতেই জল্পনা বাড়ছে। যদিও এই সাক্ষাৎ নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে জানা যাচ্ছে তৃণমূলের দলীয় সূত্রে। সূত্রের খবর, বুধবার অখিলেশ, অভিষেকের বৈঠকের পরই শিবসেনার সঞ্জয় রাউতের বাড়িতে হাজির হন আপ রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা। অন্যদিকে জেপি নাড্ডার বাড়িতে বৃহস্পতিবার সকালেই শুরু হয়েছে বিজেপি শীর্ষকর্তাদের বৈঠক। বৈঠকে উপস্থিত হয়েছেন খোদ অমিত শাহ। সব মিলিয়ে চরম তৎপরতা রাজধানীর অলিন্দে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC: মানুষের 'মন' বুঝে ফেলেছে তৃণমূল, এবার বিরাট পরিকল্পনা! আরও চাপে পড়বে বিজেপি?
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement