PM Modi: ফের ভোটের বঙ্গে নরেন্দ্র মোদি, ১৯-২০ মে দু’দিনে রাজ্যে ৬টি সভা করার কথা প্রধানমন্ত্রীর

Last Updated:

PM Modi in West Bengal: আগামী ১৯ মে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে জোড়া সভা করার কথা মোদির। পাশাপাশি পঞ্চম দফা ভোট চলাকালীন ২০ মে হলদিয়া, মেদিনীপুর পুরুলিয়া-সহ বঙ্গে একদিনে আরও চারটি সভা করবেন প্রধানমন্ত্রী বলেই বিজেপি সূত্রের খবর।

ফের ভোটের বঙ্গে নরেন্দ্র মোদি, ১৯-২০ মে দু’দিনে রাজ্যে ৬টি সভা করার কথা প্রধানমন্ত্রীর (Photo courtesy: Narendra Modi/Facebook)
ফের ভোটের বঙ্গে নরেন্দ্র মোদি, ১৯-২০ মে দু’দিনে রাজ্যে ৬টি সভা করার কথা প্রধানমন্ত্রীর (Photo courtesy: Narendra Modi/Facebook)
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ফের ভোটের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটকে সামনে রেখে দলীয় প্রার্থীদের সমর্থনে দু’দিনে ৬টি সভা করার কথা প্রধানমন্ত্রীর। আগামী ১৯ মে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে জোড়া সভা করার কথা মোদির। পাশাপাশি পঞ্চম দফা ভোট চলাকালীন ২০ মে হলদিয়া, মেদিনীপুর পুরুলিয়া-সহ বঙ্গে একদিনে আরও চারটি সভা করবেন প্রধানমন্ত্রী বলেই বিজেপি সূত্রের খবর।
লোকসভা ভোটকে পাখির চোখ করে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১৬ টি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯ এবং ২০ তারিখের সভা নিয়ে বঙ্গে মোট ২২ টি সভা সম্পন্ন হবে প্রধানমন্ত্রী। তবে ২২ টি সভাতেই থেমে থাকা নয়, আগামী ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচনের আগে ভোট প্রচারে এ রাজ্য আরও একাধিক জনসভা করবেন মোদি বলে খবর।
advertisement
advertisement
লোকসভা ভোটে পদ্ম শিবিরের টার্গেট বাংলা। প্রধানমন্ত্রীর পাখির চোখও বাংলা। কখনও রেখা পাত্রকে ফোন। আবার কখনও বা রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছেন প্রধানমন্ত্রী। বঙ্গে প্রচারে এসে বঙ্গ পদ্ম নেতাদের সঙ্গে করেছেন সাংগঠনিক বৈঠকও। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বুধবার চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রী। ভোটে বাংলাকে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির তথা প্রধানমন্ত্রীও।
advertisement
দলীয় প্রার্থীদের সমর্থনে ঘনঘন বাংলায় এসে প্রচার প্রধানমন্ত্রীর, কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বঙ্গ বিজেপির লক্ষ্য, ৪২ টা কেন্দ্রকেই ছুঁন প্রধানমন্ত্রী। এর জন্য বিশেষ ক্লাস্টার তৈরি করা হয়েছে। কোথাও বা দুটো, কোথাও কোথাও তিনটে লোকসভাকে একত্রিত করে প্রধানমন্ত্রীকে দিয়ে জনসভার আয়োজন করছে বঙ্গ পদ্ম শিবির।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
PM Modi: ফের ভোটের বঙ্গে নরেন্দ্র মোদি, ১৯-২০ মে দু’দিনে রাজ্যে ৬টি সভা করার কথা প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement